১৫ বছরে এমন হয়নি, লকডাউনে বড় লোকসান মারুতি সুজুকির

Jul 29, 2020, 18:10 PM IST
1/5

গত এক বছর অটোমোবাইলের বাজারে এমনিই ঘাটতি ছিল। মড়ার উপর খাঁড়ার ঘা করোনাভাইরাস পরিস্থিতি ও জ্বালানির দাম বৃদ্ধি। ফলে ১৫ বছরে প্রথম বার বছরের শুরুর কোয়ার্টারে বিশাল অঙ্কের লোকসান করল ভারতের বৃহত্তম যান প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকি। আর এ বিষয় যথেষ্ট চিন্তার কারণ ভারতের গাড়ি প্রস্তুতকারক সংস্থার সঙ্গে জড়িত লক্ষ লক্ষ পরিবারের উপার্জন।

2/5

চলতি বছরের এপ্রিল-জুনে প্রায় ২৪৯.৪ কোটি টাকার লোকসান হয়েছে মারুতি সুজুকির। গত বছর এই কোয়ার্টারেই নিট লাভের পরিমাণ ছিল ১,৪৩৫.৫ কোটি টাকা।  

3/5

বুধবার মারুতি সুজুকি জানায়, "সংস্থার ইতিহাসে এর আগে এমন খারাপ সময় আসেনি।" করোনাভাইরাসের কারণেই এমন পরিস্থিতি বলে জানায় সংস্থা।

4/5

লকডাউনে প্রায় তিন মাসের কাছাকাছি বন্ধ ছিল উত্পাদন ও বিক্রি। ফলে সেই সময়ে যে বিশাল লোকসান হবে, তা ধরেই নিয়েছিল সংস্থা। 

5/5

করোনা পরিস্থিতিতে টালমাটাল অর্থনীতির কারণে অনেকেই গাড়িতে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে। মারুতি সুজুকির বেশিরভাগ চারচাকার যানই এন্ট্রি ও মিড সেগমেন্ট মাথায় রেখে বানানো। কিন্তু এমন পরিস্থিতিতে মধ্যবিত্তরা গাড়ি কেনা কমিয়ে দেওয়ায় তার প্রভাব পড়ছে বলে মনে করা হচ্ছে।