হিন্দি বলয়ের তিন রাজ্যের পর আরও এক রাজ্যে জিত কংগ্রেসের

Dec 23, 2018, 20:50 PM IST
1/7

হিন্দি বলয়ের তিনটি রাজ্য খুঁইয়েছে বিজেপি। এবার ঝাড়খণ্ডের বিধানসভার উপনির্বাচন বিজেপিকে ধাক্কা দিল রাহুল গান্ধীর দল।  

2/7

ঝাড়খণ্ডের কোলেবিরা বিধানসভার উপনির্বাচনে নিকটতম বিজেপি প্রার্থীকে নয় হাজারের বেশি ভোটে হারালেন কংগ্রেসের নমন বিক্সল কোনগারি।   

3/7

কংগ্রেস প্রার্থী কোনগারি পেয়েছেন ৪০,৩৪৩টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থীর ঝুলিতে দিয়েছে ৩০,৬৮৫টি ভোট। 

4/7

প্রাক্তন মন্ত্রী ইনোস এক্কা হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর খারিজ হয় তাঁর বিধায়ক পদ। ওই কেন্দ্রে গত ২০ ডিসেম্বর হয় উপনির্বাচনের ভোটগ্রহণ। 

5/7

বলে রাখি, ঝাড়খণ্ডের ক্ষমতায় রয়েছে বিজেপি। উপনির্বাচনে সাধারণত ক্ষমতাসীন দলই জেতে। ফলে এই পরাজয় বিজেপির কাছে ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

6/7

কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক দুবের কথায়, ''এটা ধর্মনিরপেক্ষ শক্তির জয়। বিজেপিকে প্রত্যাখ্যান করতে শুরু করে দিয়েছেন দেশের মানুষ''।  

7/7

প্রসঙ্গত, গুজরাটের জশদা কেন্দ্রে উপভোটে প্রায় ১৯ হাজার ভোটে ওই কেন্দ্রে কংগ্রেসকে হারিয়েছে বিজেপি। ফলে উপনির্বাচনের ফলাফল ১-১।