Chest Pain: বুকে ব্যথা? আগেই হার্ট অ্যাটাকের আশঙ্কায় ভুগবেন না! ব্যথার উৎস খুঁজুন
বুকে ব্যথা হলেই ভয় পেলে চলবে না। এক্ষেত্রে একটু পর্যবেক্ষণশীল হতে হবে। ঠিক কীসের জন্য বুকে ব্যথা, সেটা আগে 'লোকেট' করতে হবে।
হৃদযন্ত্রের সমস্যা ঘরে-ঘরে। বুকে ব্যথা হলেই মানুষের ভয় ধরে যায় মনে। খুব স্বাভাবিক কারণেই ধরে। কিন্তু, এক্ষেত্রে একটু চিন্তাশীল হতে হবে, হতে হবে একটু পর্যবেক্ষণশীলও।
1/6
বুকে ব্যথার আসল কারণ
2/6
'অ্যাসিড রিফ্লাক্স'
বুকে ব্যথার আসলে অনেক কারণ হয়। শুধুই ব্লকেজ বা তজ্জনিত কারণে হার্ট-অ্যাটাক নিয়েই ভাববার কোনও দরকার নেই। অনেক রকম অসুস্থতাই ঘটতে পারে। তারই একটা হল 'অ্যাসিড রিফ্লাক্স'। যখন স্টম্যাকের বস্তুনিচয় খাদ্যনালীর দিকে ঠেলে ওঠে তখন হঠাৎ করে বুকে ব্যথা হতে পারে। খাদ্যনালীর পোশাকি নাম হল ইসোফ্যাগাস। এটি অন্ত্র ও গলাকে সংযুক্ত করে।
photos
TRENDING NOW
3/6
বুকের পেশিতে স্ট্রেন
4/6
কস্টোকনড্রাইটিস
5/6
অতিরিক্ত মিউকাস
6/6
'পেরিকার্ডাইটিস'
photos