Jagannath's Ratna Bhandar Updates: জগন্নাথের রত্নভাণ্ডারে শতাব্দীপ্রাচীন তলোয়ার, বর্শা, বল্লম! কেন? কী বলছে ইতিহাস?
Weapons From Jagannath's Ratna Bhandar: পুরীতে প্রায় ১১ একর জমির উপরে জগন্নাথের মন্দির তৈরি করলেন রাজা অনন্তবর্মন দেব। শোনা যায়, ১৪৬০ সালে রাজা কপিলেন্দ্রদেব ১৬টি হাতির পিঠে চাপিয়ে বিপুল সোনা এনে রেখে গিয়েছিলেন মন্দিরের রত্নভাণ্ডারে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১১৯০ সালে পুরীতে প্রায় ১১ একর জমির উপরে জগন্নাথের মন্দির তৈরি করলেন রাজা অনন্তবর্মন দেব। শোনা যায়, ১৪৬০ সালে রাজা কপিলেন্দ্রদেব ১৬টি হাতির পিঠে চাপিয়ে বিপুল সোনা এনে রেখে গিয়েছিলেন মন্দিরের রত্নভাণ্ডারে। পরবর্তী সময়ে কমপক্ষে ১৮ বার পুরী মন্দিরে হামলা ও লুটপাট ঘটে। অবধারিত ভাবে হামলাকারীদের কাছে পুরীর মন্দিরের ওই অমূল্য ধনরত্নের ঠিকানা ছিল। পুরীর জগন্নাথের রত্নভাণ্ডার নিয়ে কৌতূহল আজও বিন্দুমাত্র কমেনি।
1/8
৫০ বছর পরে
![৫০ বছর পরে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/07/22/484323-jag.png)
2/8
দ্বার থেকে প্রত্যাবর্তন
![দ্বার থেকে প্রত্যাবর্তন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/07/22/484321-puri.png)
photos
TRENDING NOW
3/8
সোনা-রুপো
![সোনা-রুপো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/07/22/484320-jag-6.png)
4/8
স্বয়ং নাগরাজ
![স্বয়ং নাগরাজ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/07/22/484319-jag-7.png)
কেন সেই রত্নভাণ্ডার খোলা যায়নি? কারণ হিসেবে বলা হয়, জগন্নাথদেবের সম্পত্তির পাহারায় রয়েছেন নাকি স্বয়ং নাগরাজ। তিনি ছাড়াও সেই ভাণ্ডারে বিষধর সাপ কিলবিল করে! মণিমুক্তোয় হাত ছোঁয়ালেই ছোবল! সেসব অবশ্য এখন আর কেউ বিশ্বাস করে না। তবে, এসব কারণেই সাপুড়ে রাখা হয়েছিল এবারের টিমে। নাগরাজ তো দূরের কথা, কোনও সাপের দেখাই মেলেনি!
5/8
শিফ্টিং
![শিফ্টিং](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/07/22/484317-jag-5.png)
এত বাধা পেরিয়ে কেন খোলা হল রত্নভাণ্ডার? পুরীর মন্দিরের তরফে জানা গিয়েছিল, রত্নভাণ্ডারের চেম্বার থেকে রত্নসামগ্রী নিয়ে স্ট্রং রুমে রাখা হবে। পাশাপাশি স্টকও মিলিয়ে নেওয়া হবে। তবে, এই স্ট্রং রুমও সাময়িক। পরে এদের স্থায়ী ঠিকানা হবে। রত্নসন্ধানী সুপারভাইজিং কমিটির চেয়ারম্যান বিশ্বনাথ রথ একথা জানিয়েছিলেন।
6/8
প্রাচীন মূর্তি
![প্রাচীন মূর্তি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/07/22/484316-jag-3.png)
কিন্তু তার পরে যা প্রকাশ্যে এল, তাতে চক্ষু চড়কগাছ। রত্নভাণ্ডার খোলার পর দেখা গেল ভিতরে রয়েছে বেশ কয়েকটি দেব-দেবীর প্রাচীন মূর্তি। সেগুলি উদ্ধার করা হয়েছে। বহু দিন ধরে অযত্নে পড়ে থাকায়, এগুলি কালো হয়ে গিয়েছে। রত্ন ভাণ্ডারের সমীক্ষা শেষের পর তা পরীক্ষা করে দেখা হবে বলে জানানো হয়েছে। এবার রত্ন ভাণ্ডারের ভিতর থেকে বের হল আরও চমকপ্রদ জিনিস।
7/8
আরও চমকপ্রদ
![আরও চমকপ্রদ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/07/22/484315-jag-2.png)
8/8
অস্ত্রশস্ত্র
![অস্ত্রশস্ত্র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/07/22/484314-puri-1.png)
photos