Jagaddhatri Puja 2024: আপনার হাতে স্মার্টফোন থাকলেই হবে, চন্দননগরে যেতে হবে না জগদ্ধাত্রী দর্শনে!
আর বেশি দেরি নেই। আগামী শুক্রবার জগদ্ধাত্রী পুজো। একদিন নয়. চন্দননগরে চারদিন ধরে হয় জগদ্ধাত্রী পুজো। যে পুজোর খ্যাতি জগত্জোড়া।
আর বেশি দেরি নেই। আগামী শুক্রবার জগদ্ধাত্রী পুজো। একদিন নয়. চন্দননগরে চারদিন ধরে হয় জগদ্ধাত্রী পুজো। যে পুজোর খ্যাতি জগত্জোড়া।
1/9
photos
TRENDING NOW
4/9
6/9
7/9
8/9
কমিটির সহ-সম্পাদক শুভজিৎ সাউ জানিয়েছেন, 'চন্দননগর স্ট্যান্ড ও তালডাঙায় দুটি মঞ্চ বানানো হবে। সেই মঞ্চ থেকে কেন্দ্রীয় কমিটি ফেসবুকে পেজে সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং করা হবে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা। অনেক মানুষ আছেন যারা হয়তো শোভাযাত্রা দিন আসতে পারেন না অথবা যারা বিদেশে থাকেন তাদের জন্যই এই ব্যবস্থা চালু হচ্ছে'।
9/9
photos