কলকাতায় হোক বিসিসিআইয়ের সদর দফতর, প্রস্তাব সিএবির

Feb 09, 2018, 22:05 PM IST
1/8

Richest

বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ডের সদর দফতর কি হতে চলেছে কলকাতায়? তেমন সম্ভাবনাই উঁকি দিল।

বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ডের সদর দফতর কি হতে চলেছে কলকাতায়? তেমন সম্ভাবনাই উঁকি দিল।  

2/8

CAB proposal

বিসিসিআই সদর দফতর কোথায় হবে তা নিয়ে তরজা তুঙ্গে। এর মাঝেই সদর দফতর কলকাতায় আনার প্রস্তাব দিল সিএবি।

বিসিসিআই সদর দফতর কোথায় হবে তা নিয়ে তরজা তুঙ্গে। এর মাঝেই সদর দফতর কলকাতায় আনার প্রস্তাব দিল সিএবি।    

3/8

Kolkata hq

সিএবির যুগ্মসচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলের ক্রিকেটের উন্নতির কথা ভাবছে বোর্ড। সেক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলের প্রতিনিধিরা যাতে সদর দফতরে সহজে আসতে পারে, তার খেয়াল রাখা উচিত। কলকাতায় সদর দফতর হলে আর ঘুর পথে উত্তর-পূর্বাঞ্চলের প্রতিনিধিদের যেতে হবে না।

সিএবির যুগ্মসচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলের ক্রিকেটের উন্নতির কথা ভাবছে বোর্ড। সেক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলের প্রতিনিধিরা যাতে সদর দফতরে সহজে আসতে পারে, তার খেয়াল রাখা উচিত। কলকাতায় সদর দফতর হলে আর ঘুর পথে উত্তর-পূর্বাঞ্চলের প্রতিনিধিদের যেতে হবে না।

4/8

Cab

 সিএবি জানিয়েছে, বোর্ডের সব সংস্থা রাজি হলে উদ্যোগ নিতে তৈরি তারা।

 সিএবি জানিয়েছে, বোর্ডের সব সংস্থা রাজি হলে উদ্যোগ নিতে তৈরি তারা। 

5/8

Ck proposal for shifting

বোর্ডের কার্যকরী সভাপতি সিকে খান্না প্রস্তাব দিয়েছেন

বোর্ডের কার্যকরী সভাপতি সিকে খান্না প্রস্তাব দিয়েছেন, মুম্বই থেকে বেঙ্গালুরুতে বিসিসিআই সদর দফতর সরিয়ে নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের। 

6/8

Mumbai

বিসিসিআইয়ের এই প্রস্তাবের বিরোধিতা করেছে মুম্বই ও সৌরাষ্ট্রের ক্রিকেট বোর্ড।

বিসিসিআইয়ের এই প্রস্তাবের বিরোধিতা করেছে মুম্বই ও সৌরাষ্ট্রের ক্রিকেট বোর্ড। 

7/8

CK Khanna

সিকে খান্না জানিয়েছেন, ওয়াংখেড়েতে সুন্দর অফিস তৈরি করেছে বিসিসিআই।

সিকে খান্না জানিয়েছেন, ওয়াংখেড়েতে সুন্দর অফিস তৈরি করেছে বিসিসিআই। তবে মহারাষ্ট্র সরকারের সঙ্গে লিজের মেয়াদ শেষ হচ্ছে  ফেব্রুয়ারিতে। এমসিএ-র সঙ্গেও চুক্তিও শেষ হচ্ছে।  

8/8

Benga

বেঙ্গালুরুতে ৪০ একর জায়গা রয়েছে বিসিসিআইয়ের।

বেঙ্গালুরুতে ৪০ একর জায়গা রয়েছে বিসিসিআইয়ের। সেখানে পাঁচতারা হোটেলের মতো বন্দোবস্ত থাকবে। মুম্বই বা দিল্লিতে বৈঠক হলে প্রতিনিধিদের থাকার জন্য আলাদা খরচ হয় সংস্থার। সেই খরচ বাঁচবে। খান্নার মতে, মুম্বইয়ের অফিসে জায়গা অনেক কম।