1/5
ব্রাজিলিয়ান ফুটবলার মোরায়েসের জীবন নিয়ে আলোচনা
2/5
ব্রাজিলিয়ান ফুটবলার মোরায়েসের জীবন নিয়ে আলোচনা
photos
TRENDING NOW
3/5
ব্রাজিলিয়ান ফুটবলার মোরায়েসের জীবন নিয়ে আলোচনা
মোরায়েস এখন ইংল্যান্ডের ক্লাব অ্যাস্টন ভিলার স্ট্রাইকার। ব্রাজিলের এই ফুটবলার বলছিলেন, ''সন্তানের জন্যই আমার এতদূর আসা। প্রথম সন্তানের মুখে খাবার তুলে দিতেই আমি পেশাদার ফুটবলার হতে চেয়েছিলাম। অনেক ছোট থেকেই আমাকে পরিবারের দেখাশোনা করতে হয়েছে। ১৪ বছর বয়সে আমি যখন বাবা হলাম তখন প্রথমে বেশ টেনশনে পড়েছিলাম। কিন্তু পরে নিজেকে বোঝাই যে আমাকে লড়াই করতে হবে।''
4/5
ব্রাজিলিয়ান ফুটবলার মোরায়েসের জীবন নিয়ে আলোচনা
মোরায়েস ছোট থেকে ফুটসল খেলতেন। ব্রাজিলের জুই ডি ফোরা শহরেবিভিন্ন স্থানীয় দলের হয়ে ফুটসাল খেলে বেড়াতেন তিনি। ১৫ বছর বয়স থেকে ইউরোপিয়ান ফুটবলে খেলার চেষ্টা শুরু করেন। মাত্র ১৫ বছর বয়সে সুযোগ পেয়ে যান স্লোভাকিয়ার দল এএস ট্রেনসিনে। সেখান থেকে এক বছরের মাথায় বেলজিয়ামের ক্লাব ব্রুজে চলে যান। এরপর অ্যাস্টন ভিলায় সই করেন রেকর্ড অঙ্কে।
5/5
ব্রাজিলিয়ান ফুটবলার মোরায়েসের জীবন নিয়ে আলোচনা
photos