Home Image: 
থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে বাঘের সঙ্গে ছবি পোস্ট বনি-কৌশানির
Domain: 
Bengali
Home Title: 

থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে বাঘের সঙ্গে ছবি পোস্ট বনি-কৌশানির

English Title: 
Bonny Sengupta's Thailand vacation with his Love Koushani Mukherjee
Slide Photos: 

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বনি ও কৌশানি একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন, এবং সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন।

তবে কবে তাঁরা বিয়ে করছেন,  কিছু আগে Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে বনি-কৌশানি জানিয়েছিলেন তাঁদের হাতে এখনও বেশকিছুটা সময় রয়েছে, কেরিয়ার কিছুটা সামলে নিয়ে তবেই বিয়ের কথা ভাববেন।

বহুদিন হল একে অপরের সঙ্গে জমিয়ে প্রেম করছেন বনি-কৌশানি জুটি, এখন শুধুই সাতপাকে বাঁধা পড়ার অপেক্ষা। 

প্রসঙ্গত, টলি পাড়ায় বনি-কৌশানির প্রেমের খবর এখন প্রায় সকলেরই জানা। 

''পায়ে পড়ি বাঘমামা, করো নাকো রাগ মামা, তুমি যে ঘরে কে তা জানতো?'' ব্যাপারটা কিন্তু এক্কেবারেই এমনটা নয়। দিব্যি সাহসের সঙ্গে বাঘের সামনে ছবি তুলেছেন বনি-কৌশানি। 

পাটায়াতে বাঘের সঙ্গে ছবি তুলে নানান ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বনি-কৌশানি। 

ব্যাংককের নানান ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বনি-কৌশানি। 

কিছুদিন আগেই নববর্ষের সেলিব্রেশনে সহ অভিনেতা তথা কাছের বন্ধু বনি সেনগুপ্তর সঙ্গে থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। 

Publish Later: 
No
Publish At: 
Thursday, January 9, 2020 - 13:23
Mobile Title: 
থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে বাঘের সঙ্গে ছবি পোস্ট বনি-কৌশানির
Facebook Instant Gallery Article: 
No