Bollywood's richest family: ফল বিক্রেতা থেকে ১০০০০ কোটির মালিক, কাপুর-চোপড়া-বচ্চন-জোহারকে ছাড়িয়ে বলিউডের ধনীতম পরিবার...

T-Series Owner Kumar Family: একসময় ফল বিক্রি করতেন, সেখান থেকেই একটি ক্যাসেটের দোকান খুলেছিলেন তিনি। সেখান থেকে প্রযোজনা। জিরো থেকে তাঁদের সম্পত্তির পরিমান এখন ১০ হাজার কোটি। এমনকী কাপুর, বচ্চন, খান পরিবারকেও পিছনে ফেলে দিয়েছে এই পরিবার। 

| Nov 15, 2024, 19:17 PM IST
1/11

গুলশন কুমার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লিতে বাবার সঙ্গে ফলের ব্যবসা করতেন গুলশন কুমার। সত্তর সালে বদলে যায় তাঁর জীবন। যখন তাঁরা একটি পুরনো ক্যাসেটের দোকান কেনেন। 

2/11

গুলশন কুমার

সেখান থেকেই পরবর্তীতে নব্বইয়ের দশকে নিজের মিউজিক কোম্পানি টিসিরিজ খোলেন তিনি। তাঁর সঙ্গে সেই সময় যুক্ত হন তাঁর ভাই কৃষণ কুমার। ২০২৪ সালে হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে দেখা যায় টি সিরিজের মালিক কুমার ফ্যামিলিই বলিউডের ধনীতম পরিবার। 

3/11

তুলসী-ভূষণ-খুশালি

কুমার পরিবারের মোট সম্পত্তির পরিমান ১০ হাজার কোটি। যার মধ্যে গুলশন কুমারের দুই মেয়ে তুলসী কুমার ও খুশালি কুমার যথাক্রমে ২৫০ ও ১০০ কোটির মালকিন। 

4/11

ভূষণ, সঙ্গে স্ত্রী দিব্যা

১০ হাজার কোটি সম্পত্তির ৫০ শতাংশের মালিক গুলশন কুমারের ছেলে ভূষণ কুমার। 

5/11

কৃষণ-ভূষণ-গুলশন

টি সিরিজের অর্ধেক মালিক গুলশন কুমারের ভাই কৃষণ কুমার। 

6/11

কুমার পরিবার

সবমিলিয়ে কুমার পরিবারই এখন বলিউডের ধনীতম পরিবার। 

7/11

চোপড়া পরিবার

কুমারদের পরেই রয়েছে চোপড়া পরিবার। যশরাজ ফিল্মসের প্রতিষ্ঠাতা যশ চোপড়ার ছেলে আদিত্য ও উদয় চোপড়ার মোট সম্পত্তির পরিমান ৮০০০ কোটি। 

8/11

শাহরুখ অ্যান্ড ফ্যামিলি

যশরাজের পরেই রয়েছেন শাহরুখ খান ও তাঁর পরিবার। খান পরিবারের সম্পত্তির পরিমান ৭৫০০ কোটি টাকা। 

9/11

বচ্চন পরিবার

কোনও অংশে কম যায় না বচ্চন পরিবার। অমিতাভ-জয়ার পরিবারের মোট সম্পত্তির পরিমান ৪৫০০ কোটি। 

10/11

সলমান খানের পরিবার

এই তালিকায় অন্য নাম সলমান খানের পরিবার। এই পরিবারের সম্পত্তির পরিমান ৩৫০০ কোটি। 

11/11

একসময় বলিউডে রাজ করত কাপুর পরিবার। তাঁরাই ছিল সবচেয়ে ধনী। কিন্তু কালের নিয়মে এখন তাঁদের সম্পত্তির পরিমান বাকিদের তুলনায় অনেকটাই কম। রিপোর্ট অনুযায়ী কাপুরদের সম্পত্তির পরিমান ২০০০ কোটি।