Home Image: 
কামরূপ কামাখ্যা মন্দিরে পুজো দিলেন করণ জোহর, বরুণ ধাওয়ান, আয়ুষ্মান খুরানারা
Domain: 
Bengali
Home Title: 

কামরূপ কামাখ্যা মন্দিরে পুজো দিলেন করণ জোহর, বরুণ ধাওয়ান, আয়ুষ্মান খুরানারা

English Title: 
Bollywood Actors and Actresses seek blessings from Goddess Kamakhya in Guwahati
Slide Photos: 

জানা যাচ্ছে কামাখ্য়া মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতও। 

ফিল্মফেয়ারের জন্য শুক্রবারই অসম পৌঁছে গিয়েছিলেন বলি তারকারা। 

শনিবার অসমের গুয়াহাটিতেই বসেছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-এর আসর। তার আগে শনিবার সকালে কামরূপ কামাখ্যা মন্দিরে পুজো দেন বলি তারকারা। 

কামরূপ কামাখ্যা মন্দিরে পুজো দিলেন করণ জোহর, বরুণ ধাওয়ান, আয়ুষ্মান খুরানা, নিকিতা জয়সিংহানি সহ আরও বেশকিছু বলি তারকা। 

Publish Later: 
No
Publish At: 
Sunday, February 16, 2020 - 15:56
Mobile Title: 
কামরূপ কামাখ্যা মন্দিরে পুজো দিলেন করণ জোহর, বরুণ ধাওয়ান, আয়ুষ্মান খুরানারা
Facebook Instant Gallery Article: 
No
Edited By: 
Ranita Goswami