Cyber Fraud: সর্বনাশ! অচিরেই বন্ধ হয়ে যাচ্ছে ১৮ লক্ষ সিম কার্ড! আপনার নম্বরটিও তালিকায় আছে কি না, দ্রুত জেনে নিন...
Cyber Fraud: দেশে অনলাইন রমরমাও যেমন বেড়েছে, তেমনই বেড়েছে অনলাইন-ব্যবস্থাকে অবলম্বন করে প্রতারণামূলক কাজকর্মও। এ নিয়ে দেশের সরকার পর্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে। এবং সেই মতো ব্যবস্থাও নিতে চলেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গোটা দেশে অনলাইন রমরমাও যেমন বেড়েছে, তেমনই বেড়েছে এই অনলাইন-ব্যবস্থাকে অবলম্বন করে প্রতারণামূলক কাজকর্মও। এ নিয়ে দেশের সরকার পর্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে। এতটাই যে, এবার সেই মতো ব্যবস্থাও নিতে চলেছে তারা। কী ব্যবস্থা? অনলাইনে জালিয়াতি বা প্রতারণা বন্ধ করতে কয়েক লক্ষ সিম কার্ড বন্ধ করে দিতে চলেছে ভারত সরকার।
1/6
অনলাইন জালিয়াতি
![অনলাইন জালিয়াতি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/21/475317-sim-1.png)
2/6
গত বছর
![গত বছর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/21/475316-sim-2.png)
photos
TRENDING NOW
3/6
টেলিকম
![টেলিকম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/21/475315-sim-3.png)
4/6
আগামী ১৫ দিনের মধ্যে
![আগামী ১৫ দিনের মধ্যে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/21/475314-sim-4.png)
5/6
ডিজিটাল আর্থিক জালিয়াতি
![ডিজিটাল আর্থিক জালিয়াতি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/21/475313-sim-5.png)
গত বছরে, ২০২৩ সালে ডিজিটাল আর্থিক জালিয়াতির কারণে প্রায় ১০ হাজার ৩১৯ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এতে প্রতারণার কাজে বিভিন্ন অঞ্চলের সিম ব্যবহার করা হচ্ছে। গত বছর সাইবার জালিয়াতির সঙ্গে জড়িত ৩৭ হাজার সিম কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রায় ১৭ মিলিয়ন মোবাইল সংযোগ বন্ধ করা হয়েছে। এর বাইরে ১ লক্ষ ৮৬ হাজার হ্যান্ডসেটও ব্লক করা হয়েছে।
6/6
নিরাপদ সাধারণ
![নিরাপদ সাধারণ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/21/475312-sim-6.png)
photos