কুমারগঞ্জ-কাণ্ডে মশাল মিছিল ঘিরে বিজেপির মহিলা মোর্চা-পুলিস ধুন্ধুমার

Jan 13, 2020, 22:21 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: কুমারগঞ্জে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সেন্ট্রাল থেকে চাঁদনি চক পর্যন্ত মশাল মিছিল করার কথা ছিল বিজেপির। কিন্তু বিজেপির রাজ্য দফতরের বাইরে মিছিল আটকাল পুলিস। ভরসন্ধেয় ধুন্ধুমার বাঁধল বিজেপি অফিসের সামনে।    

2/5

কুমারগঞ্জে মহিলা নিগ্রহের প্রতিবাদে মশাল মিছিলের পরিকল্পনা করেছিল বিজেপির মহিলা মোর্চা।  কিন্তু সেই মিছিল আটকে দেয় পুলিস। জানানো হয়, অনুমতি নেই। বিজেপির পাল্টা দাবি, অনুমতি নেওয়া হয়েছিল। 

3/5

সেন্ট্রালে বিজেপির রাজ্য দফতরের সামনে পুলিস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বেঁধে যায় ধুন্ধুমার। ধস্তাধস্তিও হয়।     

4/5

ঘণ্টাখানেক পর পরিস্থিতি শান্ত হয়।ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। লকেট বলেন, ''অপরাধীদের আড়াল করতে চাইছে পুলিস। আরও বড় আন্দোলন হবে।''

5/5

গতকাল, রবিবার কুমারগঞ্জে পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মহিলা মোর্চা সভানেত্রীর অভিযোগ, পুলিসের কাছে সাহায্যের আর্জি জানালেও মেলেনি। প্রতিবাদে আজ রাজ্য অফিসের সামনে থেকে মশাল মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়।