সন্ধে নামতেই 'জ্বলে' উঠল লণ্ঠন, এগোল মহাজোট, সরকার গড়ছি: RJD নেতা

Nov 10, 2020, 18:24 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: কোভিড পরিস্থিতির কারণ বিহারে ভোটগণনার ফল প্রকাশ হতে সময় লাগছে। বিকেলেও টানটান লড়াই। ভোটপ্রবণতায় বেশ কয়েকটা আসনে এগিয়ে গেল মহাজোট।   

2/5

শুরুতে এগিয়েছিল আরজেডি-জেডিইউ জোট। বেলা বাড়তেই তারা পিছিয়ে যায়। ম্যাজিক সংখ্যা পার করে দেয় এনডিএ। তবে লড়াই শেষ, এটা এখনই বলা যাবে না। কারণ হঠাৎ বেশ কয়েকটি আসনে এগিয়ে গিয়েছে আরজেডি। 

3/5

একটা সময়ে ১৩০-র বেশি আসনে এগিয়ে গিয়েছিল এনডিএ। তবে বিকেলে তা কমে যায়। ১২৩টি আসনে নেমে আসে জেডিইউ-বিজেপি জোট। ১১৩টি আসনে এগিয়ে গিয়েছে মহাজোট। 

4/5

মহাজোট ক্ষমতায় আসছে বলে দাবি করলেন আরজেডি সাংসদ মনোজ ঝা। তিনি বলেন,''বিহারে তার পছন্দমতো সরকারই পেতে চলেছে। সেটা কেউ আটকাতে পারবে না। মুখ্যমন্ত্রীর বিদায় নিশ্চিত। রিটার্নিং অফিসারদের দিয়ে ভোটগণনা স্লথ করছেন। সেটা বন্ধ করুন।''                

5/5

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য বলছে, বিজেপি জিতেছে ৫টি আসনে। তারা এগিয়ে ৬৭-তে। জেডিইউ এগিয়ে ৪১ আসনে। ২ আসনে জিতেছে। আরজেডি এগিয়ে ৭২ আসনে। ২ আসনে জিতেছে তারা। কংগ্রেস ১৯টি আসনে এগিয়ে। জিতেছে ১টি।