নির্মল বাংলা মিশন প্রকল্পে বিশেষ উদ্যোগ বিধাননগর পুরসভার

| Nov 06, 2019, 06:35 AM IST
1/5

সুতপা সেন : বিধাননগর পুরসভার উদ্যোগে এবার প্রত্যেক বাড়িতে দেওয়া হচ্ছে নীল এবং সবুজ রঙের দুটি করে পাত্র।  

2/5

নির্মল বাংলা মিশন প্রকল্পে অভিনব উদ্যোগ সল্টলেক পুরসভার। দুটি ভিন্ন রঙের পাত্র দেওয়ার ব্যবস্থা করছে পুরসভা।  

3/5

বাড়ির সমস্ত বর্জ্য পদার্থকে এই দুটি রঙের দুই ভিন্ন পাত্রে দুই ভাগে রাখতে হবে।  

4/5

সবুজ রঙের পাত্রে রাখতে হবে পচনশীল বস্তু। যেমন- বাতিল খাদ্য বস্তু ( রান্না করা বা রান্না না করা), ফুল-ফল ও শাকসবজির অংশ, ডিমের খোলা, মাছের আঁশ ও হাড় এবং অন্যান্য পচনশীল বর্জ্য।

5/5

নীল রঙের পাত্রে রাখতে হবে- কাগজ, কাপড়, প্লাস্টিক, রবার, কাঁচ, কাঠ, লোহা, বিভিন্ন ধাতব বস্তু এবং উপরের বস্তু দ্বারা তৈরি বাতিল জিনিস।