কবে ভাইফোঁটা? সমস্ত সংশয় নিরসন করে জেনে নিন ঠিক তারিখ ও শুভ মুহূর্ত...
Bhaiphonta 2023 | Bhai Duj 2023: কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা পালিত হয়। এবছরও হবে। তবে এ বছর ভাইফোঁটার দিন-তারিখ নিয়ে একটু বিভ্রান্তি তৈরি হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা পালিত হয়। এবছরও হবে। তবে এ বছর ভাইফোঁটার দিন-তারিখ নিয়ে একটু বিভ্রান্তি তৈরি হয়েছে। আসুন জেনে নেওয়া যাক, এবছর কবে কখন বোনেরা ভাইদের ফোঁটা দেবেন।
1/7
উৎসব-মরশুম
![উৎসব-মরশুম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/11/13/446856-bp-durga-1.jpg)
photos
TRENDING NOW
3/7
দীর্ঘজীবন
![দীর্ঘজীবন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/11/13/446854-bp-3.jpg)
5/7
যমের দুয়ারে কাঁটা
![যমের দুয়ারে কাঁটা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/11/13/446852-bp-5.jpg)
6/7
কালীপুজোর দু’দিন পরে
![কালীপুজোর দু’দিন পরে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/11/13/446851-bp-6.jpg)
মোটামুটি কালীপুজোর দু’দিন পরেই পালিত হয় ভাইফোঁটা। তিথি হিসেবে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে ভাইফোঁটা পালিত হয়। সেই হিসেবে এবছর ভাইফোঁটা হওয়া উচিত মঙ্গলবার, ১৪ নভেম্বর। এবছর অবশ্য ১৪ ও ১৫ নভেম্বর দুদিনই ভাইফোঁটা পালন করা যাবে। কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ১৪ নভেম্বর দুপুর ২টো ৩৬ মিনিট থেকে। তার মানে, মঙ্গলবার মোটামুটি পৌনে তিনটের পর থেকে বোনেরা ভাইফোঁটা পালন করতে পারবেন।
7/7
তিলক-মুহূর্ত
![তিলক-মুহূর্ত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/11/13/446850-bp-7.jpg)
তবে, এ ভাবে না-মেনে অনেকেই এ বছর ভাইফোঁটা মানছে তার পরদিনে, মানে বুধবারে ১৫ নভেম্বরে। ১৫ নভেম্বর, ২৮ কার্তিক দুপুর ১টা ৪৭ মিনিট (মতান্তরে, ১টা ৫৬ মিনিট) পর্যন্ত থাকবে ভাইফোঁটা দেওয়ার সময়। এর মধ্যে যে কোনও সময়ে ফোঁটা দেওয়া যাবে ভাইকে। তবে ফোঁটা দেওয়ার শুভক্ষণ সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ০৫ মিনিট।
photos