কলকাতায় বিজেপির সভা থেকে অমিত শাহ হুঙ্কার দিয়েছিলেন, 'ভাগ মুকুল ভাগ'। তখন মুকুল ছিলেন 'সারদার ভাগীদার'।
2/9
mukul20
বছর কয়েক পর সেই মুকুলই অবতীর্ণ বিজেপির সভায়। বসলেন অমিতের পাশে। সারদা কেলেঙ্কারি কথা মাত্র একবার উচ্চারণ করেছেন অমিত শাহ।
photos
TRENDING NOW
3/9
amit20
তৃণমূল ছেড়ে আসা রাজ্যসভার প্রাক্তন সাংসদকে 'ভাই' বলেও সম্বোধন করলেন মোদীর সেনাপতি।
4/9
mukul13
রাজনীতি বড়ই বিষম বস্তু! এখানে চিরশত্রু বলে কিছু হয় না। ২০১৫ সালে এই কলকাতাতেই বিজেপির সভায় দাঁড়িয়ে অমিত শাহ, সিদ্ধার্থনাথ সিংদের মুখে শোনা গিয়েছিল 'ভাগ মুকুল ভাগ'।
5/9
mukul amit
গত নভেম্বরে সেই মুকুল রায়ই বদলেছেন শিবির। ঘাসফুল থেকে গেরুয়ায় গা ভাসিয়েছেন তিনি। দিল্লিতে বিজেপির সদর দফতরে মুকুল রায়কে স্বাগত জানিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। পরে তাঁকে ফুলের তোড়া দেন অমিত শাহ।
6/9
mukul17
এদিন যুব মোর্চার সভায় নিজের বক্তব্যের শুরুতেই অমিত শাহ বলেন, ''মমতা দিদিকে উপড়ে ফেলতে আমাদের সঙ্গে আসা মুকুল রায় ভাই...''।
7/9
mukul3
রাজনীতির বহমান স্রোতে 'ভাগ মুকুল ভাগ'ই আজ 'ভাই'।
8/9
mukul
সদ্য বিজেপিতে প্রোমোশনও পেয়েছেন মুকুল রায়। বাংলা থেকে বিজেপির জাতীয় কার্যকরী কমিটির সদস্য হয়েছেন মুকুল রায়।
9/9
mukul 1
সূত্রের খবর, শুধু কার্যকরী কমিটিতে অন্তর্ভূক্তিই নয়, বরং এবার পদও পেতে চলেছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ। তাঁকে সর্বভারতীয় সহ-সভাপতি করা হতে পারে।