1/5
2/5
বুধবার রাত থেকেই নিম্নচাপের জেরে বাঁকুড়া জেলাজুড়ে এক নাগাড়ে হয়ে চলেছে বৃষ্টি। একটানা বৃষ্টিতে জলস্তর বেড়েছে বাঁকুড়ার দ্বারকেশ্বর নদে। আর জলস্তর বাড়তেই জলের তলায় চলে গিয়েছে বাঁকুড়া শহর লাগোয়া দারকেশ্বর নদের উপর অবস্থিত ভাদুল সেতু। এর ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ল দ্বারকেশ্বর নদের অপর পারে থাকা সোনাতপল, বালিয়াড়া সহ দশ বারোটি গ্রাম।
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
ভাদুল সেতু ডুবে যাওয়াতে সমস্যায় পড়েছে দ্বারেকশ্বর নদের দুপারে মানুষ। কারণ নদের ওপারটি হল সবজি গ্রাম। ওই গ্রামগুলো থেকে প্রতিদিন ভ্যানে করে কাঁচা আনাজ বাঁকুড়া সদরে আসে বিক্রির জন্য। সেই সদর থেকে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ সবজি কিনে নিয়ে যায়। ভাদুল সেতু ডুবে যাওয়াতে সবজি নিয়ে যেতে পারছে না চাষিরা । ফলে সবজি আকাল দেখা দিয়েছে বাঁকুড়া সদর জুড়ে।
photos