Hilsa| Bangladesh: পুজোর আগেই বাজারে পদ্মার ইলিশ, যোগান বাড়তেই কমল দাম?

Bangladeshi Hilsa Price: আমদানিকৃত ইলিশের ওজন এক কিলো ও তার ঊর্ধ্বে! পুজোর আগেই বাজার কাঁপাচ্ছে পদ্মার ইলিশ! কত দামে বিকোচ্ছে? জেনে নিন দর...

Sep 27, 2024, 10:00 AM IST
1/7

কলকাতায় পদ্মার ইলিশ

Bangladeshi Ilish

অয়ন ঘোষাল | দেবব্রত ঘোষ: দীর্ঘ টালবাহানার পর গতকাল রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য। আজ সকাল থেকে হাওড়া পাইকারি বাজারে মিলছে বাংলাদেশি  ইলিশ। 

2/7

কলকাতায় পদ্মার ইলিশ

Bangladeshi Ilish

খুচরো বাজারে যাচ্ছে মাছ। আটশো থেকে এক কেজি ওজনের মাছ ১৪৫০ থেকে১৬০০ টাকা দরে বিকোচ্ছে পাইকারি বাজারে। 

3/7

কলকাতায় পদ্মার ইলিশ

Bangladeshi Ilish

শুধু মাত্র হাওড়ায় নয় ৪০ মেট্রিক টন ইলিশ মোট ৪ টি পাইকারি বাজারে ১০ মেট্রিক টন করে অর্থাৎ ১০ হাজার কেজি করে মাছ পৌঁছেছে আজ ভোর রাতে।

4/7

কলকাতায় পদ্মার ইলিশ

Bangladeshi Ilish

বৃহস্পতিবার গেদে এবং পেট্রাপোল সীমান্ত দিয়ে যথাক্রমে ২০ এবং ২২ অর্থাৎ মোট ৪২ মেট্রিক টন ইলিশ ঢুকেছে। 

5/7

কলকাতায় পদ্মার ইলিশ

Bangladeshi Ilish

মানিকতলা বাজারে আজ ভোরে ৫০০ কিলো বাংলাদেশি ইলিশ ঢুকেছে। দাম ১৮০০ থেকে ২০০০ টাকা।

6/7

কলকাতায় পদ্মার ইলিশ

Bangladeshi Ilish

আজই আসা শুরু হয়েছে বলে সব বিক্রেতা এখনও ইলিশ এনে উঠতে পারেননি। মাত্র ৫০০ কেজি তোলা গেছে শিয়ালদহ বৈঠকখানা পাইকারি বাজার থেকে। বৃহস্পতিবার উইক এন্ড থেকে আরও বেশি ইলিশ বাজারে আনা সম্ভব হবে।

7/7

কলকাতায় পদ্মার ইলিশ

Bangladeshi Ilish

ছয়টি থেকে সাতটি গাড়িতে করে মোট ২৫ থেকে ৩০ টন ইলিশ এসে পৌঁছাতে পারে পেট্রাপোলে দাবি ইম্পোর্টার সংস্থার।