Kazakhstan Plane Crash: বীভৎস বড়দিন! কাজাকাস্তানে ভেঙে পড়ল বিমান! রানওয়ে যেন মৃত্যু-উপত্যকা...

Kazakhstan Plane Crash: দুর্ঘটনার জেরে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে দেয় উদ্ধারকারী দল।

| Dec 25, 2024, 15:08 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়দিনে ভয়াবহ বিমান দুর্ঘটনা হল কাজাকাস্তানে। আজ, বুধবার আকতাউ বিমানবন্দরে নামার সময়ে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে দেয় উদ্ধারকারী দল।

1/6

আজারবাইজান এয়ারলাইন্স

আজারবাইজান এয়ারলাইন্সের এই বিমানটি বুধবার সকালে যাত্রীদের নিয়ে আজারবাইজান থেকে বিমানটি রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল।

2/6

যান্ত্রিক ত্রুটি

তবে মাঝপথে বিমানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলটেরা। অনুমতিও মেলে।

3/6

রানওয়েতে

অনুমতি মেলার পরে অকতাউ বিমানবন্দরে অবতরণ করতে শুরু করে এটি। আর তখনই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বিমানটি অত্যন্ত দ্রুত গতিতে এসে রানওয়েতে আছড়ে পড়ে।

4/6

দাউ দাউ আগুন

আর প্রায় সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায় বিমানটিতে। এতে ঠিক কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বেসরকারি সূত্রে দাবি করা হয়েছে, বিমানে ১০৫ জন যাত্রী ও ৫ জন ক্রু মেম্বার ছিলেন।

5/6

এখনও জীবিত?

কাজাখস্তানের পরিবহণ বিভাগের তরফে অবশ্য দাবি করা হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ৫৯ জন যাত্রী ছিলেন। এখন অনেক যাত্রীই জীবিত রয়েছেন বলে জানা গিয়েছে।

6/6

উদ্ধার

বিমানটির অবস্থা ভয়ংকর। সেটি দুটুকরো হয়ে গিয়েছে। দ্বিখণ্ডিত বিমানটির সামনের দিকের অংশে আগুনে জ্বলছে। পিছনের অংশ থেকে উদ্ধারকারীদের বেশ কয়েকজন আহত যাত্রীকে বের করে আনতে দেখা গিয়েছে। বহু যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।