বুধসন্ধ্যায় গজকেশরী রাজযোগ! বিপুল সুখসৌভাগ্য ঝরবে এই রাশির মাথায়...
Gajakesari Yoga: আজ, বুধবার ১৭ মে সন্ধে সাতটা চল্লিশ মিনিটে চাঁদ মীন রাশির ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করছে। বৃহস্পতি ও চন্দ্রের কারণে তৈরি হচ্ছে 'গজকেশরী রাজযোগ’। খুব শুভ এই যোগ। সাফল্য সৌভাগ্যের বান ডাকবে জীবনে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জ্যোতিষ জানাচ্ছে, বৃহস্পতি এবং চন্দ্র যে কোনও রাশিতে মিলিত হলেই তৈরি হয় গজকেশরী রাজযোগ। আর এর জেরে কয়েকটি রাশির জাতক-জাতিকারা বিশেষ সুফল পান। যখন বৃহস্পতি চন্দ্র থেকে কেন্দ্রের ঘরে (প্রথম, চতুর্থ, সপ্তম, দশম) অবস্থান করে, তখন কুণ্ডলীতে গজকেশরী তৈরি হয় এবং সারা জীবন ধরে তার ফল ফলতে থাকে।
1/6
চাঁদ মীন রাশি ছেড়ে মেষ রাশিতে
![চাঁদ মীন রাশি ছেড়ে মেষ রাশিতে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/17/421107-gaja-1.png)
2/6
আর্থিক দিক খুব ভালো হবে
![আর্থিক দিক খুব ভালো হবে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/17/421106-mesh.png)
photos
TRENDING NOW
3/6
সব কাজেই সফলতা
![সব কাজেই সফলতা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/17/421105-mithun.png)
মিথুন-- এই রাশির জাতক-জাতিকাদেরও দারুণ শুভ সময় এটা। সকল কাজে লাভের সম্ভাবনা। সব কাজেই সফলতা। ব্যবসায়ে সাফল্য মিলবে। চাকরিক্ষেত্রে সুখবর আসতে পারে। নিজস্ব লেখালেখি বা গণমাধ্যমে লেখালেখি করে এঁরা নানা সাফল্যের মুখোমুখি হবেন। পরিবারের সকল সদস্যের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আর্থিক দিকেও সাফল্য মিলবে।
4/6
দারুণ শুভ প্রভাব
![দারুণ শুভ প্রভাব](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/17/421104-tula.png)
তুলা-- এই রাশির ব্যক্তিদের উপরও গজকেশরী রাজযোগের দারুণ শুভ প্রভাব পড়বে। এঁরা সমস্ত কাজে এগিয়ে যেতে পারবেন। এবং প্রা্য় সব কাজেই সাফল্য পাবেন। এঁদের ভ্রমণযোগ থাকছে। দীর্ঘদিন ধরে আটকে পড়ে থাকা কোনও কাজ এবার হয়ে যাবে। তবে বাবা-মায়ের শরীরের যত্ন নিতে হবে। এসময় এঁদের আর্থিক লাভের যোগও থাকছে। ব্যবসায়ীদের পক্ষে ভালো।
5/6
'গজ'- 'কেশরী'
!['গজ'- 'কেশরী'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/17/421103-gaja-kesari.png)
photos