EXPLAINED | Shakib Al Hasan faces arrest: গ্রেফতারি পরোয়ানা সাকিবের বিরুদ্ধে! দেশে ফিরলেই হাজতবাস?
Shakib Al Hasan faces arrest: বাংলাদেশ ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটে এক উজ্জ্বল নক্ষত্র সাকিব। পেয়েছেন দেশের সকল শ্রেণীর মানুষের ভালোবাসা। তবে রাজনীতিতে যোগ দিয়ে নিন্দিতও হয়েছেন অনেকের কাছে।
1/6
অস্বস্তিতে
2/6
বিসিবি বিবৃতি
বিসিবি বিবৃতি দিয়ে জানিয়েছিল, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানানো হয়েছে যে, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আওতাধীন প্রতিযোগিতায় বল করা থেকে নিষিদ্ধ হয়েছে। এর ফলস্বরূপ, সাকিবকে বাংলাদেশের বাইরে ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।'
photos
TRENDING NOW
3/6
তারকা অল-রাউন্ডার
4/6
চেক প্রতারণা
5/6
সাকিব ছাড়াও আরও দুই জন
6/6
পদক্ষেপ
মামলার সূত্রে জানা যায়, আসামি সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। পর্যাপ্ত টাকা না থাকায় চেক বাউন্স হয়। দুই চেকে টাকার পরিমাণ প্রায় চার কোটি ১৫ লাখ টাকা। জাতীয় দলে ফেরার আগ্রহ থাকলেও আপতত আছেন দেশের বাইরে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও নেওয়া হয়নি সাকিবকে। দেশে ফিরলেই কী কী পদক্ষেপ নিতে চলেছে আদালত তা এখন সময়ের অপেক্ষা।
photos