লাড্ডু কারখানার ভিতরেই তৈরি হচ্ছে অস্ত্র, চক্ষু চড়কগাছ পুলিসের!

Jul 31, 2018, 11:24 AM IST
1/10

লাড্ডু কারখানার অন্দরে যে কিছু একটা গোলমালের বিষয় রয়েছে, তা আঁচ করতে পেরেছিলেন স্থানীয়রা।

2/10

কারখানার কর্মীদের প্রায় সকলেরই মুখ চেনা ছিল প্রতিবেশীদের। কিন্তু নিত্য দিন অপরিচিত যে সব লোকেরা যেতেন, তাঁদের পাইকারি খদ্দের বলে চালিয়ে দিতেন কারখানার মালিক। 

3/10

গোপন সূত্রে খবর পেয়ে পুলিস যখন জগদ্দলের সেই লাড্ডু কারখানায় তল্লাশি চালাল, তখন চক্ষু চড়কগাছ তদন্তকারীদের।  

4/10

উত্তর ২৪ পরগনার জগদ্দলের ওই কারখানায় লাড্ডু তৈরি হচ্ছে এক পাশে, আর তার পাশেই তৈরি হচ্ছে অস্ত্র।

5/10

সম্প্রতি কলকাতার ময়দানের কাছ থেকে অস্ত্র সহ  ৩ জনকে গ্রেফতার করে পুলিস। তিন দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয় চল্লিশটি আগ্নেয়াস্ত্র ও এক লক্ষ টাকার জালনোট। 

6/10

জালনোটের সঙ্গে অস্ত্র কোথা থেকে এল এই প্রশ্নকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিস।  জিজ্ঞাসাবাদের পর তাঁদের কাছ থেকেই বেরিয়ে আসে আসল তথ্য। খোঁজ মেলে কাটাডাঙ্গার অস্ত্র কারখানার।

7/10

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে জগদ্দলের ওই কারখানায় অভিযান চালায় এসটিএফ। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র, লেদ মেশিন।

8/10

গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। ধৃতদের জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। 

9/10

কাটাডাঙ্গার বাসিন্দা কালীচরণ সাউয়ের বাড়িতে একটি লাড্ডু করাখানা চলত,  তার পাশেই দুষ্কৃতীদের লেদের মেশিন বসনোর জন্য আট মাস আগে ভাড়া দেয় কালীচরণ সাউ। সেখানেই চলত অস্ত্র তৈরির রমরমা কারবার। 

10/10

ধৃত ৬ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। তদন্তকারীদের অনুমান, ধৃতদের সঙ্গে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের যোগ রয়েছে।