নিমতায় ‘আন্দামান’, পরিবেশ বান্ধব মণ্ডপ ঘুরে দেখলেন দেব, আমিশা প্যাটেল

Oct 27, 2019, 07:40 AM IST
1/7

নিমতার মাঝেরহাটি অঞ্চলের জোনাকি সমাজসেবী সংগঠন তাদের ৭তম বর্ষের পুজোয় তুলে ধরেছে সমুদ্র তীরবর্তী বাঙালির অন্যতম প্রিয় পর্যটন স্থল আন্দামানকে

2/7

গোটা মণ্ডপ জুড়ে আন্দামানকে তুলে ধরেছে তারা। যার মধ্যে দিয়েও তারা পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছে। 

3/7

গোটা মণ্ডপ হোগলা পাতা, কতবেল, নারকেলের আঁচি সহ প্রায় ২৭টি এই জাতীয় পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে সাজিয়ে তুলেছে। 

4/7

আর মণ্ডপের ভিতরে তুলে ধরা হয়েছে জড়োয়াদের জীবন যাত্রা। 

5/7

প্রায় ২০টি মডেল সহকারে জড়োয়ারা কিভাবে জীবন অতিবাহিত করে তা বর্ণনা করা হয়েছে মণ্ডপের অন্দরে। 

6/7

মাতৃ প্রতিমাতেও থিমের ছায়া দিয়েছে পুজো কর্মকর্তারা। বনগাঁর শিল্পীরাই মণ্ডপ থেকে প্রতিমা গড়ে তুলেছে। 

7/7

শনিবার এই পুজোর উদ্বোধনে ছিল অভিনেতা সাংসদ দেব, হিন্দি চল্লচিত্রের পরিচিত মুখ আমিশা পাটেল।