ধন্যি মেয়ে! Wildlife Photography-তে ইতিহাস লিখলেন ভারতের ঐশ্বর্য

Oct 16, 2020, 18:02 PM IST
1/5

এর আগে কোনও ভারতীয় মেয়ে Wildlife Photography- তে বর্ষ সেরার পুরস্কার জেতেননি। প্রথম ভারতীয় মহিলা হিসাবে এবার সেই ইতিহাস গড়লেন ভারতের ঐশ্বর্য শ্রীধর।

2/5

২৩ বছর বয়স ঐশ্বর্যর 'Lights of Passion' নামাঙ্কিত ছবিটি বর্ষসেরার পুরস্কার জিতেছে। 

3/5

বনের মাঝে দাঁড়িয়ে একটি গাছ। আর সেই গাছটিকে ঘিরে ঘিরে ঘুরছে হাজারো পোকা। গাছটির উপর প্রকৃতির আলো ঠিকরে পড়েছে। আর ব্র্যাকগ্রাউন্ড হিসাবে রয়েছে তারা ভরা আকাশ। এমনই একখানা চোখ ধাধানো ছবি তুলেছিলেন তিনি।

4/5

ঐশ্বর্য যে ক্যাটেগরি-তে পুরস্কার জিতেছেন সেখানে শর্ত ছিল, মেরুদণ্ডহীন প্রাণীর ছবি দিতে হবে। সেটা জলে, ডাঙায় বা বাতাসে, যে কোনও জায়গায় হতে পারে।

5/5

গত বছর জুন মাসে ভান্ডারদ্বারাতে ট্রেক করার সময় সেই ছবিটি তুলেছিলেন ঐশ্বর্য। এর আগেও একাধিকবার আন্তর্জাতিক স্তরের পুরস্কার জিতেছেন তিনি। তবে এবার জেতা পুরস্কারটি স্পেশাল বলে উল্লেখ করেছেন ঐশ্বর্য।