Use of Rice water: রাতে এই পোস্ট পড়লে, সকালে ভাতের মাড়টা আর ফেলবেন না...
Use of Rice water: কথায় আছে ভেতো বাঙালি। ভাতের সঙ্গে বাঙালির অত্যপ্রতভাবে জড়িত। দিনের কোনওবেলার খাবারে বাঙালির ভাত চাই-ই চাই। ভাতের উপকারিতা কম-বেশি সবাই জানি। তবে এটা জানি ভাতের মাড়ে কী গুণ আছে। একাধিক কাজে লাগতে ভাতের মাড়। এটি ফেলে দেওয়ার আগে এখন থেকে আপনি দুবার হলেও ভাববেন।
1/6
কর্নফ্লাওয়ারের বিকল্প
2/6
ডিমের বিকল্প
photos
TRENDING NOW
3/6
ব্যাটার তৈরিতে
4/6
রূপচর্চা
ত্বক থেকে চুলের যত্নে ভাতের মাড় ম্যাজিকের মত কাজ করে। ত্বকে ফুসকুড়ি, র্যাশ, চুলকানির সমস্যা দেখা দিলে স্নানের জলের সঙ্গে মিশিয়ে নিন ভাতের মাড়। এছাড়া ভাতের ফ্যান টোনার হিসেবে ভালো কাজ করে। শুষ্ক ত্বকে মাড়ের সঙ্গে সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করা ভালো। এতে ত্বক উজ্জ্বল হয়। শ্যাম্পুর সঙ্গে ভাতের মাড় মিশিয়ে মাখলে চুলের গোড়া মজবুত হবে, চুল পড়া কমবে, চুল চকচকও করবে।
5/6
পোশাক
6/6
মেঝে পরিষ্কার
photos