গাছ ভেঙে পড়ল মাথায়, ছাদ থেকে উড়ে গেল জলের ট্যাঙ্ক! ‘তিতলি’তে বিধ্বস্ত একের পর এক গ্রাম

Oct 11, 2018, 13:34 PM IST
1/10

যতটা আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে তার ভয়াবহতা আরও বেশি।  মৌসম ভবন বলছে, ২০১৩ সালের পর ওড়িশা উপকূলে আছড়ে পড়া সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় তিতলি।

2/10

তিতলি প্রভাবে লণ্ডভণ্ড অন্ধ্রপ্রদেশের একের পর এক গ্রাম।  উপড়ে পড়ল গাছ, ভেঙে পড়ল ল্যাম্পপোস্ট।

3/10

মূলত ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে তিতলির প্রভাব পড়েছে মারাত্মক।

4/10

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের একাধিক গ্রামে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত।  শ্রীকাকুলাম ও পলাসার মাঝে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়টি।  ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় ১৪০ কিলোমিটার।

5/10

অন্ধ্র-ওড়িশা  উপকূলে মুষুলধারে বৃষ্টি হচ্ছে। ওড়িশার রঞ্জাম গজপতি ও জগত্সিংপুরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে।  

6/10

ঝড়ের গতিবেগ এতটাই বেশি ছিল যে, ছাদ থেকে জলভর্তি ট্যাঙ্ক উড়ে পড়েছে।

7/10

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে একটি পেট্রোল পাম্পে আগুন ধরে যায়।

8/10

ভুবনেশ্বরে বাড়িল হয়েছে রেলের পরীক্ষা। আগামী দু’দিন ওড়িশার সবকটি স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

9/10

গোপালপুর ও বেরহামপুরের সঙ্গে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন। রেলের দক্ষিণ-পূর্ব শাখার একাধিক জায়গায় ছিড়ে গিয়েছে ওভারহেড তার। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ থেকে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।

10/10

তিতলি মোকাবিলায় কী পদক্ষেপ করা উচিত, সেবিষয়ে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।