‘তিতলি’ উড়িয়ে নিয়ে গেল প্ল্যাটফর্মের ছাউনি! দেখুন ঘূর্ণিঝড়ে কীভাবে বিধ্বস্ত এই স্টেশন

Oct 11, 2018, 14:22 PM IST
1/8

 অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় তিতলির  মারাত্মক প্রভাব পড়েছে। শ্রীকাকুলাম ও পলাসার মাঝে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়টি।   ‘তিতলি’র প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পলাসা স্টেশন। দেখুন সেই স্টেশনের কিছু ছবি

2/8

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের একাধিক গ্রামে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত।  শ্রীকাকুলাম ও পলাসার মাঝে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়টি।  ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় ১৪০ কিলোমিটার।

3/8

ইস্টকোস্টের খু়ডদা রোড ডিভিশনের পলাসা স্টেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

4/8

রেলের দক্ষিণ-পূর্ব শাখার একাধিক জায়গায় ছিড়ে গিয়েছে ওভারহেড তার। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ থেকে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।

5/8

ওড়িশা,অন্ধ্রপ্রদেশ থেকে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন

6/8

তিতলির জেরে বাতিল একাধিক ট্রেন। ভুবনেশ্বরগামী প্রশান্তি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

7/8

ভুবনেশ্বর থেকে ব্যাঙ্গালোরগামী ট্রেন, রৌরকেল্লা-পুরী এক্সপ্রেস।

8/8

 সম্বলপুর-জৌনপুরী প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে।