১৯ বছর পর শ্রাবণে সৌভাগ্যের যোগ, পড়বে ৫টি সোমবার

Jul 29, 2018, 17:24 PM IST
1/9

Maha10

বাংলা ক্যালেন্ডারে ইতিমধ্যেই পড়ে গিয়েছে শ্রাবণ মাস। চলে গিয়েছে প্রথম সোমবারও। তবে হিন্দু ক্যালেন্ডার মতে, ২৮ জুলাই অর্থাত্ শুক্রবার থেকে শুরু হয়েছে শ্রাবণ।

বাংলা ক্যালেন্ডারে ইতিমধ্যেই পড়ে গিয়েছে শ্রাবণ মাস। চলে গিয়েছে প্রথম সোমবারও। তবে হিন্দু ক্যালেন্ডার মতে, ২৮ জুলাই অর্থাত্ শুক্রবার থেকে শুরু হয়েছে শ্রাবণ। 

2/9

maha9

৩০ জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার। ১৯ বছর বাদে শ্রাবণ মাসে সৌভাগ্য যোগ তৈরি হয়েছে।

৩০ জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার। ১৯ বছর বাদে শ্রাবণ মাসে সৌভাগ্য যোগ তৈরি হয়েছে। 

3/9

Maha8

আগামিকাল অর্থাত্ ৩০ জুলাই প্রথম সোমবার। আর সোমবার মহাদেবের দিন। এই সোমবার শিবপুজো করলে সৌভাগ্যপ্রাপ্তি হবে।

আগামিকাল অর্থাত্ ৩০ জুলাই প্রথম সোমবার। আর সোমবার মহাদেবের দিন। এই সোমবার শিবপুজো করলে সৌভাগ্যপ্রাপ্তি হবে। 

4/9

maha6

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, সাধারণত ২৮,২৯ দিনের শ্রাবণ মাস হয়। এবছরই ৩০ দিনের শ্রাবণ মাস। অর্থাত্ ৫টি সোমবার পড়বে চলতি শ্রাবণ।

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, সাধারণত ২৮,২৯ দিনের শ্রাবণ মাস হয়। এবছরই ৩০ দিনের শ্রাবণ মাস। অর্থাত্ ৫টি সোমবার পড়বে চলতি শ্রাবণ।   

5/9

Maha5

চলতি শ্রাবণ মাসের মাহাত্ম্যের কথা বলছেন জ্যোতিষীরাও। হিন্দু জ্যোতিষ মতে ২৩ নম্বর নক্ষত্র ধনিষ্ঠা ও ত্রিপুষ্কর যোগের সংযোগ তৈরি হয়েছে। ১৯ বছর বাদে ফের এমন যোগ শ্রাবণ মাসে।

চলতি শ্রাবণ মাসের মাহাত্ম্যের কথা বলছেন জ্যোতিষীরাও।হিন্দু জ্যোতিষ মতে ২৩ নম্বর নক্ষত্র ধনিষ্ঠা ও ত্রিপুষ্কর যোগের সংযোগ তৈরি হয়েছে। ১৯ বছর বাদে ফের এমন যোগ শ্রাবণ মাসে। 

6/9

maha4

সংক্রান্তির গণনার হিসেবে ১৬ জুলাই শুরু হয়েছিল শ্রাবণ। তবে পূর্ণিমার গণনা অনুযায়ী, ২৮ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ।

সংক্রান্তির গণনার হিসেবে ১৬ জুলাই শুরু হয়েছিল শ্রাবণ। তবে পূর্ণিমার গণনা অনুযায়ী, ২৮ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ।  

7/9

maha3

 পাঁচটি সোমবার থাকায় শুরু হচ্ছে রোটক ব্রত। রোটক ব্রতে ব্রত করলে ও শিব-পার্বতীর পুজো করলে মনোষ্কামনা পূর্ণ হয়।

পাঁচটি সোমবার থাকায় পড়ছে রোটক ব্রত। এই সময়ে ব্রত করলে ও শিব-পার্বতীর পুজো করলে মনোষ্কামনা পূর্ণ হয়।  

8/9

maha2

শাস্ত্র মতে, দিন, তিথি ও নক্ষত্রের সংযোগে তৈরি হয় ত্রিপুষ্কর যোগ। এই যোগে কোনও কাজ ব্যর্থ হয় না। ফলে স্বচ্ছ মনে শিবের পুজো করলে লাভবান হবেনই।

শাস্ত্র মতে, দিন, তিথি ও নক্ষত্রের সংযোগে তৈরি হয় ত্রিপুষ্কর যোগ। এই যোগে কোনও কাজ ব্যর্থ হয় না। ফলে স্বচ্ছ মনে শিবের পুজো করলে লাভবান হবেনই।   

9/9

maha1

মহাদেবের আর্শীবাদ প্রাপ্তির উত্তম তিথি শ্রাবণের সোমবার। তার উপরে আবার ত্রিপুষ্কর যোগ। এই যোগে দুধ, দই, মধু, চাল, ফুল ও গঙ্গাজল দিয়ে শিবপুজো করা উচিত।

মহাদেবের আর্শীবাদ প্রাপ্তির উত্তম তিথি শ্রাবণের সোমবার। তার উপরে আবার ত্রিপুষ্কর যোগ। এই যোগে দুধ, দই, মধু, চাল, ফুল ও গঙ্গাজল দিয়ে শিবপুজো করা উচিত।