সুখবর! কমতে চলেছে পেঁয়াজের দাম, ভারতের সঙ্গ দিল পড়শি দেশ

Sep 25, 2019, 21:46 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: রাজ্যগুলিকে মজুত পেঁয়াজ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টনমন্ত্রী রামবিলাস পাসোয়ান ইতিমধ্যেই জানিয়েছেন, রাজ্যগুলিকে ১৫.৬৯ টাকা প্রতি কিলো পেঁয়াজ দেবে কেন্দ্র। শুধু তাই নয়, দাম নিয়ন্ত্রণে আনতে উৎসবের মরসুমে পেঁয়াজ আসছে বাইরে থেকে।  

2/5

সূত্রের খবর, পড়শি দেশ আফগানিস্তান থেকে আসছে পেঁয়াজ। পুরনো বন্ধুই বাড়িয়ে দিল সহযোগিতার হাত। 

3/5

ভারতে পেঁয়াজ রফতানি করতে সম্মত হয়েছেন আফগান ব্যবসায়ীরা। জানা গিয়েছে, শীঘ্রই ৩০-৩৫ গাড়ি পেঁয়াজ আনা হচ্ছে।     

4/5

লুধিয়ানা, অমৃতসরে ৩-৩৫ টাকায় বিকোচ্ছে আফগানি পেঁয়াজ। পাকিস্তানের রাস্তা দিয়ে দেশে পেঁয়াজ ঢোকা কি সম্ভব? এক শুল্ক আধিকারিক জানালেন, আফগানিস্তানের পণ্যের উপরে কোনও বাধা নেই। 

5/5

আফগানিস্তান থেকে পেঁয়াজ আমদানি শুরু হচ্ছে। এদিকে আবার কর্ণাটকেও পেঁয়াজের উত্পাদন বেশ ভালো হয়েছে। কর্ণাটক থেকে দেশের বিভিন্ন বাজারে পৌঁছে যাচ্ছে ১২৫ টন পেঁয়াজ। স্বাভাবিকভাবে আগামী দিনে কমতে চলেছে পেঁয়াজের দাম।