জোর করে নেহার গালে চুম্বন, কী বললেন উদিত-পুত্র আদিত্য

| Oct 24, 2019, 11:08 AM IST
1/10

ইন্ডিয়ান আইডল-এর মঞ্চে  নেহা কক্করকে জোর করে চুম্বন করেন এক প্রতিযোগী, যে ছবি প্রকাশ্যে আসার পরই জোর জল্পনা শুরু হয়ে যায় 

2/10

নেহা কক্করকে জোর করে চুম্বনের পর বিষয়টি নিয়ে মুখ খোলেন বিচারক বিশাল দাদলানি 

3/10

নেহাকে জোর করে চুম্বনের পর ওই প্রতিযোগীকে পুলিসের হাতে তুলে দেওয়া উচিত ছিল কিন্তু নেহা বাধা দেওয়ায় তা সম্ভব হয়নি, এমনই মন্তব্য করেন বিশাল 

4/10

বিশাল দাদলানির পর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ

5/10

ইন্ডিয়ান আইডলের সঞ্চালক আদিত্য নারায়ণই সেদিন ওই প্রতিযোগীকে নেহার কাছ থেকে দূরে সরিয়ে দেন

6/10

আদিত্য বলেন, নেহাকে যেভাবে চুম্বন করেন ওই ব্যক্তি, তাঁর পিছনে বলিউড গায়িকার উপর তাঁর অফূরন্ত ভালবাসা কাজ করে

7/10

ওই প্রতিযোগীর হাতে নেহার নামের ট্যাটু করানো ছিল। তাঁর চোখে ছিল নেহার জন্য ভালবাসা। সেই কারণেই তিনি সেদিন ওই কীর্তি করেছেন বলে মনে করেন আদিত্য় নারায়ণ

8/10

তিনি আরও বলেন, নেহাকে যেভাবে প্রকাশ্যে সবার সামনে চুম্বন করেন ওই প্রতিযোগী, তার পিছনে কোনও খারাপ অভিসন্ধি তাঁর ছিল না বলেও মনে করেন আদিত্য় নারায়ণ

9/10

যদিও এ বিষয়ে নেহা কক্করের কোনও বক্তব্য এখনও সামনে আসেনি 

10/10

তবে ওই প্রতিযোগী যে ব্যবহার তাঁর সঙ্গে করেছেন, তার জন্য পুলিস নয়, ওই ব্যক্তির মানসিক চিকিতসা করানো উচিত বলেও মন্তব্য করেন নেহা কক্কর