চিংড়িঘাটা সেতুতে দুর্ঘটনা, ব্যাহত বাইপাসের যান চলাচল

Oct 11, 2018, 16:35 PM IST
1/7

ভাঙল চিংড়িঘাটার হাইট বার

chi_7

চিংড়িঘাটা উড়ালপুলে বড়সড় দুর্ঘটনা। তার জেরে ব্যাহত হল বাইপাসের যান চলাচল। সায়েন্স সিটির পর থেকে বাইপাসে দীর্ঘ লাইন পড়ে। মা উড়ালপুলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।    

2/7

ভাঙল চিংড়িঘাটার হাইট বার

chi_6

চিংড়িঘাটা উড়ালপুলে ভারী যান চলাচল নিষিদ্ধ। সদ্য সেখানে বসানো হয়েছে হাইট বার। যাতে লরি বা বাস চলাচল না করতে পারে।

3/7

ভাঙল চিংড়িঘাটার হাইট বার

chi_5

বৃহস্পতিবার সেই হাইট বারেই ধাক্কা মারে একটি লরি। দুমড়েমুচড়ে গিয়েছে লরিটির সম্মুখভাগ।

4/7

ভাঙল চিংড়িঘাটার হাইট বার

chi_4

প্রাথমিকভাবে জানা গিয়েছে, হাইট বারটি লক্ষ্য করেননি লরি চালক। অসতর্কতা থেকেই এই দুর্ঘটনা। 

5/7

ভাঙল চিংড়িঘাটার হাইট বার

chi_3

দুর্ঘটনার পরই ক্রেন নিয়ে এসে বিপর্যয় সামলাতে নেমে পড়ে প্রশাসন।   

6/7

ভাঙল চিংড়িঘাটার হাইট বার

chi_2

মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর শহরের ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষা শুরু করে রাজ্য সরকার। তখনই চিংড়িঘাটা উড়ালপুলের নকশায় ধরে পড়ে গলদ।   

7/7

ভাঙল চিংড়িঘাটার হাইট বার

chi_1

এরপর ঝুঁকি না নিয়ে চিংড়িঘাটা উড়ালপুলে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়। বন্ধ হয় বাস ও ট্রাক চলাচল। বসানো হয় হাইট বার।