ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকাব, নাম না করে মুকুলকে খোঁচা অভিষেকের

Feb 11, 2019, 17:39 PM IST
1/6

বিধায়ক খুনে অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে আন্দোলন আরও জোরালো করতে চায় তৃণমূল। সোমবার হাঁসখালি যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাঁসখালি যায় মতুয়া সংঘের প্রতিনিধি দলও। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যজিতের স্ত্রীকে আশ্বাস দেন , " অভিযুক্তরা প্রত্যেকেই গ্রেফতার হবে। পুলিসমন্ত্রীর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকাব।" মুকুলকে নাম না করে খোঁচা দেন অভিষেক।

2/6

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “দলের তরফ থেকে আমি দায়িত্ব  নিচ্ছি। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরাও ২৪ ঘণ্টার মধ্যেই জেলে ঢুকবে।”

3/6

তিনি আরও বলেন, “এই ঘটনায় যে কেউ জড়িত থাকুক, গ্রেফতার হবেই। দিল্লির নেতাদের পাজামা ধরে ঝুলে থাকলে চলবে  না।”

4/6

বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির নেতারা যেভাবে মেরে ফেলার কথা বলে, তাই করেছে। এখানে প্রত্যেক পরিবার থেকে সত্য জন্ম নেবে,  আমি দায়িত্ব নিচ্ছি। যাঁরা বলছেন গোষ্ঠীদ্বন্দ্বের শিকার, তাঁরা নাম দিন। শেষ দিন পর্যন্ত সত্যজিতের পরিবারের পাশে থাকব।”

5/6

সত্যজিত বিশ্বাসের পরিবারের সঙ্গে ৪০ মিনিট  কথা বলেন অভিষেক।  ২৪ ঘণ্টার মধ্যে সকল অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন অভিষেক।

6/6

 সত্যজিত বিশ্বাসের স্ত্রী রূপালির কথায়,   ছেলে সোমজিতের  সব দায়িত্বও দল নেবে আশ্বাস দিয়েছেন অভিষেক।