Home Image: 
যুবতীর জেদের সামনে অসহায় রেল! একা যাত্রীকে নিয়ে ছুটল রাজধানী এক্সপ্রেস
Domain: 
Bengali
Section: 
Home Title: 

যুবতীর জেদের সামনে অসহায় রেল! একা যাত্রীকে নিয়ে ছুটল রাজধানী এক্সপ্রেস

English Title: 
a-rajdhani-train-reached-ranchi-with-just-one-girl-passenger
Slide Photos: 

সেই মহিলা ট্রেনে একা ছিলেন বলে তাঁর নিরাপত্তার যাবতীয় বন্দোবস্ত করেছিল রেল। বেশ কয়েকজন মহিলা নিরাপত্তারক্ষীকে কামরায় মোতায়েন করা হয়েছিল।

সেই যুবতীকে চার চাকায় রাঁচি পৌঁছে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয় রেলের তরফে। কিন্তু তিনি রাজি হননি। শেষমেশ রাজধানী রুট বদল শুধুমাত্র সেই মহিলাক নিয়ে রাঁচি পৌঁছয়।

অনন্যা নামের এক যুবতী বাসে যেতে অস্বীকার করেন। তিনি জানান, বাস করে যেতে হলে তিনি বাসের টিকিট কাটতেন। রাজধানীর টিকিট কাটতেন না। রেলের আধিকারিকরা তাঁকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু সেই যুবতী কোনও কথা শোনেননি।

আসলে ডাল্টনগঞ্জের কাছে অবরোধ হয়েছিল। দীর্ঘক্ষণ সেখান আটকে থাকে রাজধানী এক্সপ্রেস। অবরোধ না ওঠায় রাজধানীতে থাকা ৯১০ জন যাত্রীকে বাসে চাপিয়ে রাঁচি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করে রেল।

কখনও শুনেছেন, একা প্যাসেঞ্জার নিয়ে ছুটেছে রাজধানী এক্সপ্রেস! না শুনলেও এবার শুনে নিন। রাজধানী এক্সপ্রেস দিল্লি থেকে রাঁচি পৌঁছল মাত্র একজন যাত্রীকে নিয়ে।

Publish Later: 
No
Publish At: 
Friday, September 4, 2020 - 18:10
Mobile Title: 
যুবতীর জেদের সামনে অসহায় রেল! একা যাত্রীকে নিয়ে ছুটল রাজধানী এক্সপ্রেস
Facebook Instant Gallery Article: 
No