প্রীতম দে : শীতের আমেজে আমি-আপনি কোনও না কোনও সময় পিকনিক করেছি। কিন্তু এমন অনেকেই আছেন, যাঁরা প্রথমবার পিকনিকের স্বাদ পেলেন আজ।
2/5
আর পাঁচটা পিকনিকের থেকে সম্পূর্ণ আলাদা এই পিকনিক। এই পিকনিকে যাঁরা এসেছেন, তাঁদের সবারই এটা প্রথম পিকনিক।
photos
TRENDING NOW
3/5
শীতের শুরুতে পিকনিকের প্ল্যান করে বন্ধুবান্ধবদের সঙ্গে অনেকেই আমরা বেরিয়ে পড়ি কাছে-দূরে। কিন্তু যে মানুষগুলি কোনও দিন পিকনিক করেননি? না, আমরা অনেকেই তা ভাবিনি বা ভাবিনা। ভেবেছেন পঁচাত্তরের বৃদ্ধ পরিমল দে।
4/5
গাঙ্গুলি বাগানের থিম পার্কে এই পিকনিকে ছিল দেদার খাওয়া দাওয়ার আয়োজন। ছিল আনন্দ উল্লাসের প্রচুর রসদ।
5/5
আর এই পিকিনিকে এসে তো আহ্লাদে আটখানা সকলে। ধন্যি ধন্যি করছেন সক্কলে।