IPL Auction 2024: গায়ে ওঠেনি সিনিয়র দলের জার্সি, নিলাম কাঁপাবেন এই ভারতীয়রা, লিখবেন কোটির কাহিনি

Dec 18, 2023, 15:42 PM IST

7 Cricketers To Watch Out In IPL Auction 2024: আইপিএল নিলামে এই সাত আনক্য়াপড (যাঁদের গায়ে ওঠেনি সিনিয়র জাতীয় দলের জার্সি) ভারতীয় ক্রিকেটার ঝড় তুলতে চলেছেন। এমনটাই পূর্বাভাস। 

 

1/8

গায়ে ওঠেনি সিনিয়র দলের জার্সি, নিলাম কাঁপাবেন এই ভারতীয়রা, লিখবেন কোটির কাহিনি

7 Cricketers To Watch Out In IPL Auction 2024

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলেই এল সময়। রাত পোহালেই আইপিএল মিনি নিলাম (IPL 2024 Auction)। ১৯ ডিসেম্বর অর্থাৎ আগামিকাল (মঙ্গলবার) নিলামযুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। আইপিএল মিনি নিলামে উঠেছেন ৩৩৩ জন ক্রিকেটার। ১০ দল মিলিয়ে মোট ৭৭টি স্লট ফাঁকা আছে। এই ফটো প্রতিবেদনে রইল সেই ভারতীয় ক্রিকেটারদের নাম, যাঁদের গায়ে এখনও ওঠেনি সিনিয়র দলের জার্সি। তবে মনে করা হচ্ছে যে, নিলামে লিখবেন কোটির কাহিনি।

2/8

শাহরুখ খান

Shahrukh Khan

চেন্নাইয়ের ২৮ বছরের মারকুটে ব্য়াটার ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম। তামিলনাড়ুর হয়ে নিজের জাত চিনিয়ে আইপিএলে ঢুকেছিলেন পঞ্জাব কিংসের হাত ধরে। ৫.২৫ কোটি টাকার ক্রিকেটারকে চলতি বছর প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছে। শাহরুখকে নিয়ে আইপিএলে ধুন্ধুমার বাঁধতে পারে।  

3/8

কার্তিক ত্য়াগী

Kartik Tyagi

রাজস্থান রয়্য়ালসের হয়ে আইপিএলে অভিষেক হয় এই পেসারের। এরপর দুই মরসুম খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন দুই মরসুম। চার কোটি টাকার ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে নিজামের শহর। নিলামে তাঁর দিকে থাকবে নজর।  

4/8

রামনদীপ সিং

Ramandeep Singh

চণ্ডীগড়ের পেসার শেষ দুই মরসুম আইপিএলে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। তবে সুযোগ পেয়েছেন মাত্র পাঁচ ম্য়াচে। রামনদীপ সিং আইপিএলে আগুন জ্বালাবেন বলেই মনে করা হচ্ছে।   

5/8

উর্ভিল প্য়াটেল

Urvil Patel

উর্ভিল বলতেই চোখের সামনে ভেসে উঠবে বিজয় হাজারে ট্রফি। চার ম্য়াচে ৩১১ রান করেছেন। রয়েছে দুরন্ত সেঞ্চুরি। গুজরাত টাইটান্সের হয়ে খেলেছেন আইপিএল। তবে উর্ভিলকে দলে নিলে, টিম দুরন্ত ব্য়াটারের পাশাপাশি একজন উইকেটকিপারকেও পাবে।    

6/8

ভিভরান্ত শর্মা

 Vivrant Sharma

২০২৩ আইপিএলে ভিভরান্তকে ২.২০ কোটি টাকায় নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। নিলামযুদ্ধে কেকেআরের সঙ্গে রীতিমতো লড়েই ভিভরান্তকে নিয়েছিল। ২৪ বছরের কাশ্মিরিকে ছেড়ে দিয়েছে কমলা শিবির। নিলামে ফের একবার ভিভরান্তকে নিতে ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজিগুলি।  

7/8

হার্ভিক দেশাই

Harvik Desai

সৌরাষ্ট্রের উইকেটকিপার-ব্য়াটার ওপেন করেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৩৩৬ রান করেছেন ৬৭-র গড়ে। তাঁর স্ট্রাইক রেট ১৭৫।

8/8

তেজা রবি

Teja Ravi

হায়দরাবাদের তেজা রবি ১৯ উইকেট নিয়েছেন। বলের পাশাপাশি ব্য়াটও ভালো চলে রবির।