Bees Attack: মরণ কামড়! ট্রেকিং করতে গিয়ে মৌমাছির আক্রমণে মৃত ১, গুরুতর আহত ৭...

Karnala Bird Sanctuary: মৌমাছির মারণ কামড়ে একজনের মৃত্যু। সাতজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। 

Feb 16, 2025, 14:10 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মৌমাছির আক্রমণে একজনের মৃত্যু এবং সাতজন গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটে, শনিবার সকালে মুম্বইয়ের করনালা পাখিরায়লে। নিহত ব্যক্তি সন্দীপ পুরোহিত তাঁর স্ত্রী-ছেলে এবং বন্ধুদের নিয়ে করনালা ফোর্টে আসে ট্রেকিংয়ের উদ্দেশ্যে। এর পাশাপাশি অভয়াণ্য ঘুরতে আসেন তাঁরা।

2/6

এদিন সকাল ১১ টার নাগাদ বন কর্মকর্তারা মৌমাছিদের আক্রমণের খবর পান। এরপর তাঁরা উদ্ধারকারী দল নিয়ে পর্যটকদের উদ্ধার করতে পাহাড়ের চূড়ায় পৌঁছান। পুলিস জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার প্রায় আধ ঘণ্টার মধ্যে বনকর্মীরা সেখানে দেখেন, মৌমাছির কামড় থেকে বাঁচতে সন্দীপ অজ্ঞান হয়ে পড়ে আছেন। 

3/6

পুলিস আরও জানিয়েছেন, সন্দীপ হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান এবং মাথায় আঘাত লাগে। সন্দীপের পাশাপাশি আরও ৭ জন মৌমাছির আক্রমণে গুরুতর আহত হয়। আহত পর্যটকদের  পানভেলের উপ-জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্দীপকে মৃত বলে ঘোষণা করা হয়।  

4/6

পানভেল তালুকা থানার সিনিয়র পুলিস ইন্সপেক্টর গজানন ঘাডগে জানিয়েছেন, মৌমাছিরা সাধারণত তখনই আক্রমণ করে যখন কেউ তাদের সঙ্গে কেউ কিছু করে। তবে কী কারণে এই ঘটনা ঘটে, তা নিয়ে তদন্ত চলছে। ইতোমধ্যেই দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট দায়ের করা হয়েছে।

5/6

অন্যদিকে, পানভেল উপ-জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ অশোক গিতে বলেন, 'সন্দীপকে মৃত অবস্থাতেই আনা হয়েছিল। তাঁর মৃত্যুর সঠিক কারণ তখনই জানা যাবে, যখন হিস্টোপ্যাথোলজি পরীক্ষার রিপোর্ট আসবে। (হিস্টোপ্যাথোলজি পরীক্ষা- পোস্ট মর্টেমের পরে মৃতদেহের শরীরের টিস্যু পরীক্ষা করা।) এছাড়াও একাধিক কামড়ের আঘাতে, কখনও কখনও অ্যালার্জির প্রতিক্রিয়া হৃদরোগ হতে পারে। সন্দীপের কপালে কিছু ছোটখাটো চোট ছিল।'  

6/6

মৌমাছির কামড়ে আক্রান্ত সাতজনের মধ্যে ভিজেটিআই ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররাও রয়েছেন। তাঁরা অন্য একটি দলের সাথে ট্রেকিং করতে এসেছিলেন। আহতরা হলেন সিউডসের রুদ্রপ্রতাপ সাহু (২০), মাতুঙ্গার চিরাগ পাতিল (১৯), বোরিভালির অনিশ সালভি (১৯), গোভান্ডির ঋষিকেশ নবঘরে (২০), খান্ডা কলোনির ইলমুরুগান শঙ্করন (৫৫), সিওনের বংশ ওয়াঘ (১৯) এবং বংশ পাজয় (১৯)।