হাওড়া ব্রিজের ওপর লাখ মানুষের ঢল, সমাবেশমুখী তৃণমূল সমর্থকদের বিশাল মিছিল

| Jul 21, 2019, 12:16 PM IST
1/5

একুশের সমাবেশের ব্যস্ততা তুঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় যোগ দিতে ইতিমধ্যেই ধর্মতলামুখী হয়েছেন প্রচুর মানুষ।     

2/5

লাখ মানুষের ঢল মেনেছে হাওড়া ব্রিজে। সেই ছবিই ধরা পড়ল জি ২৪ন ঘণ্টার পর্দায়। একটি বিশাল মিছিল হাওড়া ব্রিজের ওপর দিয়ে এগিয়ে চলেছে ধর্মতলার দিকে। 

3/5

ছুটির দিন হওয়ার কারণে যান চলাচল কিছু কম থাকলেও মানুষের ঢল নেমেছে রাস্তায়। তৃণমূলের কর্মী সমর্থককা পায়ে পায়ে এগিয়ে চলেছেন সভাস্থলের দিক। 

4/5

একটি বিশাল মিছিল হাওড়া ব্রিজ দিয়ে ধর্মতলার দিকে রওনা হয়েছে। মিছিলের কারণে কিছুক্ষণের জন্য যাটজটের সৃষ্টি হয়েছে রাস্তায়। 

5/5

উল্লেখ্য, ২১ জুলায়ের সমাবেশের দিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৎপর পুলিস। শনিবার থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে যানচলাচল। ভিড়ের কারণে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে রেড রোড। যাটজট এড়াতে সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে রবীন্দ্রসদনের দিকে।