10 Most Searched Athletes In 2024: ২০২৪ খুঁজেছে তাঁদের; তালিকায় একজন বিশ্বকাপজয়ী, আপনার ধারণারও বাইরে ৯ নম্বরে যিনি!

10 Most Searched Athletes In 2024: দেখতে দেখতে ২০২৪ শেষ হতে চলল। হাতে আর কয়েক দিন। সার্চ ইঞ্জিন গুগল জানিয়ে দিল যে, চলতি বছর কোন ক্রীড়াবিদদের সবচেয়ে বেশি খোঁজা হয়েছে।

Dec 11, 2024, 14:26 PM IST
1/10

একে ইমান খেলিফ

একে ইমান খেলিফ

প্যারিস অলিম্পিক্সে মহিলা বক্সারের সঙ্গে নাকি লড়ানো হয়েছিল এক 'পুরুষ' বক্সারকে! বিতর্কের ঝড় উঠে গিয়েছে ফ্রান্সের রাজধানীতে। ইতালিয়ান মহিলা বক্সার অ্যাঞ্জেলিনা কারিনি রিংয়ে নেমেছিলেন আলজেরিয়ার ইমান খেলিফের বিরুদ্ধে। কিন্তু মাত্র ৪৬ সেকেন্ডে খেলা শেষ হয়ে যায়। খেলিফের প্রচণ্ড জোরালো ঘুষিতে কারিনি রিংয়ে আত্মসমর্পণ করে বেরিয়ে যান। পরে ইতালিয়ান কাঁদতে কাঁদতে জানিয়েছেন যে, তিনি জীবেন  কখনও এত জোরে 'পাঞ্চ' হজম করেননি। আর ঠিক এই ঘটনার পরেই আসামীর কাঠগড়ায় ওঠানো হয় বিতর্কিত আলজেরিয়ানকে। প্যারিসে ওয়াল্টারওয়েট বিভাগে, স্বর্ণপদক জয়ী ইমান পুরুষ না নারী, তা নিয়ে এখনও আলোচনা চলছে... যদিও অলিম্পিক্স কমিটি তাঁকে মহিলা বলেই সবুজ সংকেত দিয়েছিল।

2/10

দুয়ে মাইক টাইসন

Mike Tyson

বক্সিং দুনিয়ার অবিসংবাদিত কিংবদন্তির নাম মাইক টাইসন। তাঁর বয়স এখন  ৫৮ বছর। কিন্তু দেখে কে বলবে! এখনও ইস্পাতের মতো পেটানো চেহারা, তেমনই পেশিবহুল গঠন। এহেন টাইসন ১৯ বছর পর রিংয়ে নেমেছিলেন গত নভেম্বরে! প্রতিপক্ষ ছিলেন ইউটিউবার জেক পল। হাইভোল্টেজ মেগাফাইটে যদিও টাইসনকে হারতে হয়েছিল ৩১ বছরের ছোট প্রতিদ্বন্দ্বীর কাছে।

3/10

তিনে লামিন ইয়ামাল

Lamine Yamal

মাত্র ১৭ বছরে দেশকে ইউরো কাপ জিতিয়ে শিরোনামে এসেছিলেন লামিন ইয়ামাল। বার্সেলোনার 'ওয়ান্ডার কিড' হয়েছিলেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ও। ফুটবল আকাশে নক্ষত্রের জন্ম দেয় বিশ্বকাপ-ইউরো। লামিনের আলো কিন্তু ইউরোর আগেই বার্সেলোনা ও স্পেনে ছড়িয়ে পড়েছিল। লা লিগায় যেমন সবচেয়ে কম বয়সে গোল, তেমনই বার্সা ও স্পেনের জার্সিতেও একই কৃতিত্বের ইতিহাস তারই।  

4/10

চারে সিমোনে বাইলস

Simone Biles

তিনি আজ 'সোনার মেয়ে', এ কথা আজ কে না জানে! তিনি অলিম্পিক্সে অংশ নিলে চোখ থাকে সবারই। তিনি কিংবদন্তি সিমোনে বাইলস। মাত্র ২৭ বছরে, আমেরিকান শৈল্পিক জিমন্যাস্ট যা করেছেন, তা তাঁর বয়সী আর ক'জন করতে পেরেছেন! তা রীতিমতো ভাবার বিষয়। প্যারিস অলিম্পিক্সেও বাইলস ছিলেন বাইলসের মেজাজে। মোট চারটি পদক পেয়েছিলেন তিনি। টিম-অলরাউন্ড-ভল্টে ছিল তাঁর সোনা। ফ্লোর এক্সারসাইজে পেয়েছিলেন রুপো।

5/10

পাঁচে জেক পল

Jake Paul

কিংবদন্তি মাইক টাইসন ১৯ বছর পর রিংয়ে নেমেছিলেন গত নভেম্বরে। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিল জেক পল। ওয়ে-ইন ইভেন্টে নেমেই টাইসন চড় কষিয়েছেন পলকে। এভাবেই বাজার গরম করে দিয়েছেন টাইসন। কিন্তু রিংয়ে নেমে আর টাইসন পারেননি। ইউটিউবার জেক পেশাদার বক্সিং শুরু করেছেন চার বছর আগে। ২৭ বছর বয়স তাঁর। মূলত মিক্সড মার্শাল আর্টিস্টদের সঙ্গেই এই কয়েক বছর লড়াই করেছেন তিনি। গত ফেব্রুয়ারিতে টমি ফুরির কাছে হারের আগে টানা ছ'বার ধারাবাহিক জয় পেয়েছেন তিনি।

6/10

ছয়ে নিকো উইলিয়ামস

Nico Williams

স্পেনের উইঙ্গার নিকো উইলিয়ামস, লামিন ইয়ামালের পরেই তাঁর নাম উচ্চারিত হয়েছিল। বার্সেলোনায় খেলার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন তিনি। নিঃসন্দেহে তাঁর মতো প্রতিভাবান উইঙ্গার এই মুহূর্তে খুব কমই আছে।

7/10

সাতে হার্দিক পান্ডিয়া

Hardik Pandya

হার্দিকের জীবন থেকে শান্তি শব্দটাই বেপাত্তা হয়ে গেছিল এই কিছু মাস আগেও। রোহিত শর্মার বদলে যবে থেকে তিনি মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়ক হন, তবে থেকেই তাঁর জীবনে শনি নেমে এসেছিল| তালিতে নয় তিনি গোটা দেশের গালিতে বেঁচেছিলেন তখন। গ্যালারির টিটকিরি আর বিদ্রুপ তাঁর কাছে প্রতিদিনের সঙ্গী হয়ে গিয়েছিল। হার্দিককে প্রায় প্রতিদিনই সমালোচিত হতে হয়েছিল। দেশ-বিদেশের মহারথীরা তাঁকে ধরে ধুয়ে দিতেন। আইপিএলের যুগ্ম সফলতম ফ্র্যাঞ্চাইজির অতীতের গরিমা, হার্দিকের অধীনে একেবারে রাতারাতি ম্লান হয়ে গেছিল। হার্দিকের দল সবার আগে আইপিএল থেকে বেরিয়ে গেছিল। তবে ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতানোর কারিগর হয়ে যেতেই রাতারাতি সব বদলে দিয়েছিলেন হার্দিক।  

8/10

আটে স্কট শেফলার

Scottie Scheffler

স্কট আলেকজান্ডার শেফলার একজন আমেরিকান পেশাদার গলফার। যিনি পিজিএ ট্যুরে খেলেন।বর্তমানে অফিসিয়াল বিশ্ব গলফ র‍্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর স্থানে রয়েছেন। ১০০ সপ্তাহেরও বেশি সময় ধরে এই জায়গায় তিনি। ২০২২ এবং ২০২৪ মাস্টার্স টুর্নামেন্ট দু'টি বড় চ্যাম্পিয়নশিপ জিতেছেন।  

9/10

নয়ে শশাঙ্ক সিং

 Shashank Singh

গতবছর আইপিএল নিলামে পঞ্জাবের 'ভুল করে কেনা' ক্রিকেটারের নাম শশাঙ্ক সিং! ঠিকই পড়লেন, শশাঙ্ককে কিনতে চাননি প্রীতি জিন্টারা! ভুল করে কিনে ফেলেছিলেন নিলামে। নিলাম পরিচালনার দায়িত্বে ছিলেন মল্লিকা সাগর। তিনি যখন শশাঙ্কের নাম ধরে ডাকেন, তখন সঙ্গে সঙ্গে প্রীতি জিন্টা প্যাডল তুলে ধরেন। ঘটনাচক্রে বাকি দলের কেউই প্যাডল তুলে রাখেনি। হাতুড়ি ঠোকার আগে পর্যন্ত প্রীতির প্যাডলই তোলা ছিল। যেহেতু বাকিরা শশাঙ্ককে নিতে ইচ্ছাপ্রকাশ করেনি, ফলে দ্রুত হাতুড়ি ঠুকে দেন মল্লিকা। শশাঙ্ক হয়ে যান প্রীতিদের। যদিও পঞ্জাবকে দারুণ সার্ভিস দিয়েছেন শশাঙ্ক। চলবি বছর আইপিএলে তিনি ১৪ ম্য়াচে ৩৫৪ রান করেছেন ১৬৪.৬৫-এর স্ট্রাইক রেটে। তাঁর গড় ছিল ৪৪.২৫। শশাঙ্ককে এই বছর ধরে রেখেছ পঞ্জাব।

10/10

দশে রড্রি

Rodri

গত অক্টোবরে, ম্যাঞ্চেস্টার সিটি এবং স্পেনের মিডফিল্ডার রড্রির হাতে উঠেছিল ব্যালন ডি’অর। রিয়াল মাদ্রিদের ত্রয়ী ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম এবং দানি কারভাহালকে পিছনে ফেলে জিতে নিয়েছিলেন জীবনের প্রথম ব্যালন ডি’অর। রড্রিই ইউরো কাপের সেরা ফুটবলার হয়েছিলেন।