Deadly Bomb Blast: আচমকাই আকাশ-বাতাস কাঁপিয়ে মারণ বিস্ফোরণ! আগুন-ধোঁয়া-আর্তনাদ! পথের উপর বইল রক্তগঙ্গা...

Bomb Blast in Pakistan: অনেকেই গাড়িটিতে ছিলেন। এঁদের অনেকেই মারা গেলেন। জীবতদের অনেকে আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক!

| Feb 15, 2025, 18:15 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার বিস্ফোরণ! ভয়ংকর বিস্ফোরণ। কেঁপে উঠল বিস্তীর্ণ অঞ্চল। অন্তত পক্ষে ১০ জনের মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন ৬। পাকিস্তানের বালোচিস্তানের হরনাই জেলায় রাস্তার ধারে আচমকাই ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। কী ঘটেছিল? 

1/6

আইইডি?

দক্ষিণপশ্চিম পাকিস্তানে বালোচিস্তানের হরনাই জেলায় শ্রমিকদের নিয়ে ছুটছিল একটি গাড়ি। এমন সময়ে আইইডি (IED) বা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস  (improvised explosive device) আঘাত হাতে গাড়িটিতে। বালোচিস্তানের রাজধানী কোয়েট্টা থেকে হরনাই ১৬০ কিমি দূরে!

2/6

খনিশ্রমিকের মৃত্যু

এক বরিষ্ঠ সরকারি আধিকারিক জানিয়েছেন এর জেরে ১০ খনি শ্রমিকের মৃত্যু ঘটেছে।

3/6

উপত্যকাবাসী

জানা গিয়েছে, এই নিহতদের অধিকাংশই ছিলেন পাকিস্তানের উত্তরপশ্চিমের সোয়াট উপত্যকার।

4/6

পথের ধারে

বলা হচ্ছে, উক্ত অঞ্চলে রাস্তার ধারে আইইডি (IED) বা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস  (improvised explosive device) রাখা ছিল।

5/6

আশঙ্কাজনক

জানা গিয়েছে, অন্তত ১৭ জন শ্রমিক ওই গাড়িটিতে ছিলেন। মৃতেরা বাদে জীবতদের অনেকেই তীব্র ভাবে আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই আহতদের অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক। 

6/6

শেহবাজ শরিফ

পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, দেশ থেকে উগ্রপন্থার আতঙ্ক দূর করাই তাঁর প্রথম কাজ। এর জন্য তিনি দায়বদ্ধ।