এক তলা সমান ফেনায় ঢেকেছে বেঙ্গালুরু

Sep 25, 2018, 18:55 PM IST
1/8

ফেনায় ভরল শহর

Foam_1

বেঙ্গালুরু শহরে দূষণের ‘আঁতুড়ঘর’ বেলান্দুর লেক ভরে উঠল সাদা ফেনায়। সাদা দুর্গন্ধ ফেনা কোথাও ধাক্কা খেয়ে জমতে জমতে এক তলা সমান হয়ে উঠেছে।

2/8

ফেনায় ভরল শহর

Foam_2

মঙ্গলবার সারা রাত বৃষ্টি হওয়ার জেরে ওই লেকের ফেনা বাড়তে থাকে। অতিরিক্ত ফেনার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে লেকের পার্শ্ববর্তী এলাকার জনজীবন।

3/8

ফেনায় ভরল শহর

Foam_3

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাতাসে দূষণের মাত্রা বেড়েছে। এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে বলে জানাচ্ছেন স্থানীয়রা।

4/8

ফেনায় ভরল শহর

Foam_4

বেলান্দুর ছাড়াও ইয়ামালুর, ভারথুর এবং বাইরামঙ্গলম লেকের একই দুরবাস্থা বলে জানা যাচ্ছে। 

5/8

ফেনায় ভরল শহর

Foam_5

বেঙ্গালুরুর লেকগুলিতে কীভাবে দূষণ ছড়াচ্ছে? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই লেকের দু’ধারে অবস্থিত কারখানা থেকে প্রতি দিন প্রচুর পরিমাণে নির্গত হচ্ছে কেমিক্যালস-সহ বিষাক্ত বর্জ্য পদার্থ। এগুলিই এসে পৌঁছছে লেকে।

6/8

ফেনায় ভরল শহর

Foam_6

দু’দশক ধরে একই দৃশ্য দেখছেন স্থানীয়রা। কর্নাটক দূর্ষণ পর্ষদের মুখ্যসচিব লক্ষ্মণ বলেন,  সে সব কারখানা থেকে নির্গত বর্জ্য জল পরীক্ষা না করে বার করছে, তাদেরকে নোটিস পাঠানো হয়েছে।

7/8

ফেনায় ভরল শহর

Foam_7

কর্নাটকের গ্রিন কোর্ট বেলান্দুর লেককে শহরের সবচেয়ে বড় ‘সেপ্টিক ট্যাঙ্ক’ বলে অভিহিত করে এবং এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দেয় রাজ্য সরকারকে।

8/8

ফেনায় ভরল শহর

Foam_8

গত বছর ফেব্রুয়ারিতেও অত্যাধিক ফেনার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় বেঙ্গালুরুতে।