'এতবড় যুবসমাজের জন্য প্রধানমন্ত্রী কী ব্যবস্থা করেছেন? বেকারত্ব', মোদীকে একহাত নুসরতের
করোনা থাবায় তলানিতে ঠেকেছে অর্থনীতি। সারা বিশ্বের বাজারে মন্দা। সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমির রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি বেশ উদ্বেগজনক।
নিজস্ব প্রতিবেদন : দেশের যুবসমাজকে বেকারত্ব ছাড়া কী দিয়েছেন? করোনা পরিস্থিতিতে রেকর্ড সংখ্যক বেকারত্ব বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান।
"ভারতের এত বড় যুবসমাজ, তাঁদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী ব্যবস্থা করেছেন? বেকারত্ব!" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইটে ট্যাগ করে লিখলেন নুসরত।
শুধু তাই নয়, নুসরত লেখেন, "আপনি দেশের যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। সত্যিই লজ্জাজনক!"
India has such a large youth population and what does @narendramodi ji have in store for them? UNEMPLOYMENT!
You have failed the vibrant young minds of the nation and pushed them towards misery. Shameful! #NoJobsInMODIfiedIndiahttps://t.co/SYYfhR814X— Nusrat (@nusratchirps) August 19, 2020
করোনা থাবায় তলানিতে ঠেকেছে অর্থনীতি। সারা বিশ্বের বাজারে মন্দা। সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমির রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি বেশ উদ্বেগজনক। গত ২১ মার্চ দেশে জারি হয়েছিল লকডাউন। এপ্রিল মাস থেকে এ পর্যন্ত দেশে মোট জীবিকা খুইয়েছেন ১ কোটি ৮০ লক্ষ মানুষ। শুধু জুলাই মাসেই সংখ্যাটা ৫০ লক্ষ।
নরেন্দ্র মোদীর দ্বিতীয় ইনিংসে রেকর্ড হারে বেড়েছিল বেকারত্বের সংখ্যা। সেখানেই সবটা তছনছ করে দিল মারণ ভাইরাস। করোনা ও লকডাউনের জেরে এপ্রিল মাসে কাজ হারিয়েছিলেন ১ কোটি ৭৭ লক্ষ মানুষ। জুন মাসে কোনওক্রমে ফের চাকরিতে যোগ দেন ৩৯ লক্ষ মানুষ। কিন্তু ফের জুলাই মাসে চাকরি হারান ৫০ লক্ষ মানুষ।