একটি মামলায় জামিন পেলেন ইয়েদুরাপ্পা
বি এস ইয়েদুরাপ্পার জেল থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কিছুটা উজ্জ্বল হল বৃহস্পতিবার। বৃহস্পতিবার জমি 'ডি-নোটিফাই' সংক্রান্ত একটি মামলায় জামিন পেয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
বি এস ইয়েদুরাপ্পার জেল থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কিছুটা উজ্জ্বল হল বৃহস্পতিবার। বৃহস্পতিবার জমি 'ডি-নোটিফাই' সংক্রান্ত একটি মামলায় জামিন পেয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন লোকায়ুক্ত আদালতে জামিনের আবেদন খারিজ হলেও কিছুক্ষণের মধ্যেই কর্নাটক হাইকোর্ট দু'টি জমি কেলঙ্কারির মামলার একটিতে শিকারিপুরার বিজেপি বিধায়কের জামিন মঞ্জুর করে। লোকায়ুক্ত আদালতের নির্দেশে গত ১৫ অক্টোবর বিএস ইয়েদুরাপ্পাকে গ্রেফতার করা হয়। সরকারি জমি ডি-নোটিফাই করে দুই ছেলে এবং জামাইকে দেওয়ার অভিযোগে দু'টি মামলা দায়ের করা হয় তাঁর বিরুদ্ধে। দীপাবলির সময় পরিবারের সঙ্গে কাটাতে গত ২১ অক্টোবর অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু পরদিনই
আইনজীবীর পরামর্শে অন্তর্বর্তী জামিনের আবেদন প্রত্যাহার করে নেন ইয়েদুরাপ্পা। পরিবর্তে স্থায়ী জামিনের আবেদন জানান। এদিন একটি মামলায় জামিন মঞ্জুর হয় তাঁর।