ফের ঘুম ভেঙে জেগে উঠেছে ব্যারেন
১৫০ বছর পর ঘুম ভেঙেছে। ফের জেগে উঠেছে ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি, ব্যারেন। গোয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসোনোগ্রাফি জানিয়েছে, ক্রমাগত ধোঁয়া আর ছাই বেরিয়ে আসছে জ্বালামুখ দিয়ে।
![ফের ঘুম ভেঙে জেগে উঠেছে ব্যারেন ফের ঘুম ভেঙে জেগে উঠেছে ব্যারেন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/18/78967-572247-volcano.jpg)
ওয়েব ডেস্ক : ১৫০ বছর পর ঘুম ভেঙেছে। ফের জেগে উঠেছে ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি, ব্যারেন। গোয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসোনোগ্রাফি জানিয়েছে, ক্রমাগত ধোঁয়া আর ছাই বেরিয়ে আসছে জ্বালামুখ দিয়ে।
আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত ব্যারেন দ্বীপ। ২৩ জানুয়ারি বিজ্ঞানীদের একটি দল দ্বীপ সংলগ্ন এলাকা থেকে নমুনা সংগ্রহ করছিল। সেইসময়ই তারা দেখতে পায় ফের জেগে উঠেছে ব্যারেন।
আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসছে লাভা স্রোত। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাঁরা জানান, ৫-১০ মিনিট পর পরই বেরিয়ে আসছে লাভা। দিনেরবেলা থেকে সন্ধ্যেবেলাতেই লাভা উদগীরণ বেশি হচ্ছে। দীর্ঘ ১৫০ বছর ঘুমিয়ে ছিল সে। ১৯৯১ সাল থেকে ফের জেগে ওঠে ব্যারেন আগ্নেগিরি।
আরও পড়ুন, ফেসবুকে ছবি পোস্ট ঘিরে বেনজির বিতর্কে ঋতব্রত ব্যানার্জি