ভিডিয়ো: চিবিয়ে হয়রান, কচ্ছপে কামড় বসিয়ে দাঁতের জোর টের পেল বিশালাকার কুমীর
ভিডিয়োটি টুইটারে পোস্ট হওয়ার পর ২৮,০০০ বার দেখা হয়েছে। রিটুইটি হয়েছে ৫০০ বার
নিজস্ব প্রতিবেদন: আস্ত মোষ থেকে অধিকাংশ বন্য জন্তু, কুমীরের শক্ত চোয়ালের কাছে হার মানে সবাই। কিন্তু তার আত্মবিশ্বাসে জোর ধাক্কা দিল ছোট্ট একটা কচ্ছপ। ভাইরাল হল সেই ভিডিয়ো।
পড়ুন-৩০ সেপ্টেম্বর বাবরি মামলার রায়, আডবানি-যোশীদের হাজিরার নির্দেশ আদালতের
দক্ষিণ ক্যারোলিয়ায় কয়েক বছর আগেই অবশ্য তোলা হয়েছিল ভিডিয়োটি। সঙ্গে সঙ্গে এটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এখন সেই ভিডিয়োটি ফের হিট হয়েছে টুইটারে। সেটি পোস্ট করেছেন আইআরএস অফিসার নাভেদ ট্রুম্বু।
পড়ুন-অবৈধ সম্পর্ক, খুন! সালাউদ্দিন হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত মিলি ও বাপির যাবজ্জীবন কারাদণ্ড
Thick skin and a strong mind are essential if you want to survive in this world. Nobody can break you down if you don't let them. -Unknown pic.twitter.com/NePsZm5REq
— Naveed Trumboo IRS (@NaveedIRS) September 15, 2020
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি কচ্ছপকে বাগে পেয়ে মুখে পুরে চেবানোর চেষ্টা করছে এক বিশালাকার কুমীর। চিবিয়ে সুবিধে করতে না পেরে গিলে ফেলারও চেষ্টা করছে। বাধা দেওয়ার উপায় নেই কচ্ছপের। কিন্তু কচ্ছপের পিঠের শক্ত খোলের কাছে হার মানছে কুমীরের দাঁত। শেষপর্যন্ত কুমীরের মুখ থেকে ফসকে মাটিতে পড়ে লাফিয়ে লাফিয়ে চলে গেল কচ্ছপ।
ভিডিয়োটি টুইটারে পোস্ট হওয়ার পর ২৮,০০০ বার দেখা হয়েছে। রিটুইটি হয়েছে ৫০০ বার।