মাওবাদী সমস্যা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় ভারভারা রাও
জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর দেওয়া শর্ত ও সময়সীমা নিয়ে এবার সরকারের সঙ্গে বিরোধ বাধল মাওবাদীদের প্রতি সহানুভূতিসম্পন্ন বুদ্ধিজীবীদের।
Updated By: Oct 16, 2011, 07:49 PM IST
জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর দেওয়া শর্ত ও সময়সীমা নিয়ে এবার সরকারের সঙ্গে বিরোধ বাধল মাওবাদীদের প্রতি সহানুভূতিসম্পন্ন বুদ্ধিজীবীদের।
মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অন্ধ্রপ্রদেশের কবি ভারভারা রাও। তাঁর অভিযোগ, গতকাল জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী যা বলেছেন তা দায়িত্ববোধের পরিচয় দেয় না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুরেই মুখ্যমন্ত্রী কথা বলছেন বলে অভিযোগ করে তাঁর বক্তব্য, জঙ্গলমহলে আলোচনার পরিবেশই নেই। ভারভারা রাওয়ের মতে, মাওবাদী সমস্যা রাজনৈতিক। রাজনৈতিক পথেই এর সমাধান প্রয়োজন। মাওবাদীদের উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া `সাত দিনের সময়সীমা`-কে কটাক্ষ করে তাঁর মন্তব্য, এতে সমস্যা আরও জটিল আকার ধারণ করবে।