UP Minister Resigns: ভোটের মুখে আদিত্যনাথ সরকারে জোর ধাক্কা, পদ ছাড়লেন রাজ্যের আরও এক মন্ত্রী
সংবাদমাধ্যমে দারা সিং বলেন, দলিত ও পিছড়ে বর্গের মানুষদের সমর্থমে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি। কিন্তু তাদের জন্য কিছুই করেনি
নিজস্ব প্রতিবেদন: স্বামী প্রসাদ মৌর্যের পর ভোটের মুখে যোগী আদিত্যনাথ সরকারকে ফের ধাক্কা দিলেন রাজ্যের মন্ত্রী দারা সিং চৌহান। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বুধবার মন্ত্রিসভা ছাড়লেন দারা সিং।
মন্ত্রিত্ব ত্য়াগের পর স্বামী প্রসাদ জানিয়েছেন বিজেপিতে ফেরার কোনও সম্ভাবনা নেই। তবে সমাজবাদী পার্টিতে যোগ দিচ্ছি না। অন্যদিকে, রাজ্যপালকে পাঠানো তাঁর ইস্তফাপত্রে রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী দারা সিং( Dara Singh Chauhan) লিখেছেন, রাজ্যের দলিত, ওবিসি ও প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে আদিত্যনাথ সরকার। রাজ্যের যুবকদের আশা আকাঙ্খার প্রতিও উদাসীন রাজ্য সরকার। দলিতদের সংরক্ষণের সুবিধেরও অপব্যবহার করছে রাজ্য সরকার।
বুধবার সংবাদমাধ্যমে দারা সিং বলেন, দলিত ও পিছড়ে বর্গের মানুষদের সমর্থমে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি। কিন্তু তাদের জন্য কিছুই করেনি। তাই আমার এই পদত্য়াগ। এবার সমাজের কিছু মানুষের সঙ্গে কথা বলব। তারপর পরবর্তী পদক্ষেপ নেব। এখন প্রশ্ন উঠবে ৫ বছর পদত্যাগ করলেন না, এখন কেন মন্ত্রিত্ব ছাড়ছেন? দেখুন, পাঁচ বছর ধরে দেখেছি দলিতদের ব্যবহার করে এই সরকার ক্ষমতায় এলেও তাদের জন্য কিছুই করেনি। এর প্রতিবাদ করেছি। সরকার দলিত ও পিছড়ে বর্গকে যেভাবে অবহেলা করেছে তাতে আমি আহত।
বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের একের পর এক মন্ত্রী সরকার ছেড়ে চলে যাচ্ছেন। দল ছেড়েছেন ৩ বিধায়কও। ফলে সমর্থকদের মধ্যে এর একটা প্রভাব পড়ছেই। সমর্থকদের কোথাও মনে হতে পারে যে বিজেপির উপরে সাধারণ মানুষের আস্থা হয়তো কমতে শুরু করেছে।
আরও পড়ুন-Covid Positive অধিকাংশ ব্যাঙ্ক কর্মী, টানা ৫ দিন এখন বন্ধ SBI-এর এই শাখা
উল্লেখ্য, স্বামী প্রসাদ মৌর্যের(Swami Prasad Maurya )পর দারা সিংয়ের পদত্যাগ যোগী আদিত্যানাথ সরকারকে ধাক্কা দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি, দলিত সমাজের প্রতিনিধি মৌর্য সমাজবাদী পার্টিতে যোগদানের একটা জল্পনা থাকায় চাপ বেড়েছে বিজেপি শিবিরে। পদত্য়াগ করার পেছনে রাজ্যের দুই মন্ত্রীর বক্তব্য প্রায় একই। ফলে তা দলিত ও পিছিয়েপড়া শ্রেণির ভোটব্যাঙ্কে প্রভাব ফলবে কিনা তা এখন দেখার বিষয়।
রাজ্যের ৪০৩ আসনের বিধানসভায় ভোট(UP Assembly Election 2022) নেওয়া হবে ৭ দফায়। ভোটগ্রহণ শুরু হবে ১০ ফেব্রুয়ারি। শেষ হবে ৭ মার্চ। ভোট গণনা হবে ১০ মার্চ। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ৩১২ আসন পেয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। সমাজবাদী পার্টি পায় ৪৭ আসন, বহুজন সমাজ পার্টি পায় ১৯ আসন। কংগ্রেস পেয়েছিল মাত্র ৭টি আসন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)