মঙ্গলবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক ৯ ইউনিয়নের

Updated By: Aug 18, 2017, 08:57 PM IST
মঙ্গলবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক ৯ ইউনিয়নের

ওয়েব ডেস্ক:  ব্যাঙ্কের বেসরকারিকরণ সহ ব্যাঙ্কিং ক্ষেত্রে কেন্দ্রের একাধিক পদক্ষেপের প্রতিবাদে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্কিং ইউনিয়নস। ফলে আগামী ২২ অগাস্ট দেশের অধিকাংশ ব্যাঙ্কই বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়ে গেল।

আরও পড়ুন-"এরপর কী করব তা এখনও ভাবিনি"

সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার আহ্বায়ক সিদ্ধার্থ খান সংবাদ মাধ্যমে জানিয়েছেন, সরকার ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণ করতে চাইছে। এছাড়াও ব্যাঙ্কিং সেক্টরে একাধিক সংস্কার করার চেষ্টা করছে। সরকার বেসরকারি ব্যাঙ্কগুলিকে ব্যাঙ্ক ব্যুরো বোর্ডের আওতায় আনার চেষ্টা করছে। এখানে বেসরকারি ব্যাঙ্কগুলির শেয়ার পঞ্চাশ শতাংশের কম করে দেওয়ার চেষ্টা হচ্ছে।

আরও পড়ুন-অবশেষে শুরু শ্যুটিং, প্রভাসের '‍সাহো'র জ্বরে আক্রান্ত হায়দরাবাদ

মঙ্গলবার ওই ধর্মঘটের আওতায় থাকছে, বেসরকারি ও বিদেশি ব্যাঙ্ক। একইসঙ্গে থাকছে রাষ্ট্রায়ত্ব, সমবায় ও গ্রামীণ ব্যাঙ্ক। কারও ওইসব ব্যাঙ্কের নিরাপত্তা কর্মীদের ইউনিয়নগুলিও ধর্মঘটে সামিল হচ্ছে। এদিন দেশের ৯টি ইউনিয়ন ধর্মঘটে সামিল হওয়ায় দেশজুড়ে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

.