শিশু ধর্ষণে মৃত্যুদণ্ড, পকসো সংশোধনী অর্ডিন্যান্সে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
কাঠুয়া-সহ একাধিক ধর্ষণকাণ্ডের পর অর্ডিন্যান্সে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার।
নিজস্ব প্রতিবেদন: শিশু ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডের অধ্যাদেশে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কাঠুয়া-সহ একাধিক শিশু ধর্ষণকাণ্ডের পর কঠোর আইনের দাবি উঠছিল। এরপরই সংশোধন আনা হল Protection of Children From Sexual Offences বা পকসো আইনে। ১২ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হবে।
শুক্রবারই সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, পকসো আইনে পরিবর্তন আনা হচ্ছে। শনিবার ৭ নম্বর লোককল্যাণ মার্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অর্ডিন্যান্সে অনুমোদন দেওয়া হয়। অর্ডিন্যান্সে ১২ বছরের নীচে শিশুকে ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডের সাজার কথা বলা হয়েছে। ১৬ বছরের নীচে মেয়েদের ধর্ষণেও রয়েছে কঠোর শাস্তির বিধান। এক্ষেত্রে সর্বনিম্ন শাস্সিত ১০ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করা হয়েছে। পাশাপাশি দ্রুত তদন্ত ও বিচারের ব্যবস্থা করা নিয়েও সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়।
Union Cabinet approved an Ordinance to be promulgated to provide for stringent punishment for perpetrators of rape particularly of girls below 16 years age and below 12 years of age. Death penalty has been provided for rapists of girls below 12 years of age. pic.twitter.com/QXCv0P3pFP
— ANI (@ANI) April 21, 2018
Union Cabinet also decides to put in place measures for speedy investigation and trial of rape cases.
— ANI (@ANI) April 21, 2018
In case of rape of a girl under 16 years, minimum punishment increased from 10 years to 20 years, extendable to life imprisonment; minimum 20 years’ imprisonment or life imprisonment for rape of a girl under 12 years has been provided in the Ordinance.
— ANI (@ANI) April 21, 2018
ধর্ষণের অপরাধীর ন্যূনতম সাজার মেয়াদ ৭ বছর থেকে বাড়িয়ে করা হয়েছে ১০ বছর। তা যাবজ্জীবন হতে পারে। নির্যাতিতার বয়স ১২ বছরের নীচে হলে যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড।
Minimum punishment in case of rape of women has been increased from rigorous imprisonment of 7 years to 10 years, extendable to life imprisonment; in case of gang rape of a girl below 12 years, punishment will be life imprisonment or death sentence.
— ANI (@ANI) April 21, 2018
কাঠুয়া ধর্ষণকাণ্ডের পর কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বার্তা দিয়েছিলেন, ''দেশকে আশ্বাস দিতে চাই, অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করব। কাউকে রেয়াত করা হবে না।''
আরও পড়ুন- ঝাড়খণ্ডে পাঁচটি পুরসভাতেই জিতল বিজেপি