বেনজির আক্রমণ, সীতারাম ইয়েচুরিকে হেনস্থার চেষ্টা দুই হিন্দুসেনা কর্মীর
সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে হেনস্থার চেষ্টা। দিল্লিতে সিপিএমের সদর দফতর A K গোপালন ভবনে আচমকা ঢুকে পড়ে দুই বিক্ষোভকারী। সেসময় সাংবাদিক বৈঠকে যোগ দিয়ে দোতলার সেন্ট্রাল কমিটির মিটিং হলে সবে ঢুকেছেন ইয়েচুরি। তখনই হলে ঢুকে বাম বিরোধী স্লোগান দিতে থাকে দুই বিক্ষোভকারী। তারা হিন্দু সেনা জিন্দাবাদ বলে স্লোগানও দেয়। উপস্থিত সিপিএম কর্মীরা তাদের ধরে পুলিসের হাতে তুলে দেয়। এরপরই A K গোপালন ভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আরও পড়ুন- কংগ্রেসের সমর্থনে রাজ্যসভায় যাবেন সীতারাম? পলিটব্যুরোর বৈঠকেও কাটল না জট
ওয়েব ডেস্ক: সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে হেনস্থার চেষ্টা। দিল্লিতে সিপিএমের সদর দফতর A K গোপালন ভবনে আচমকা ঢুকে পড়ে দুই বিক্ষোভকারী। সেসময় সাংবাদিক বৈঠকে যোগ দিয়ে দোতলার সেন্ট্রাল কমিটির মিটিং হলে সবে ঢুকেছেন ইয়েচুরি। তখনই হলে ঢুকে বাম বিরোধী স্লোগান দিতে থাকে দুই বিক্ষোভকারী। তারা হিন্দু সেনা জিন্দাবাদ বলে স্লোগানও দেয়। উপস্থিত সিপিএম কর্মীরা তাদের ধরে পুলিসের হাতে তুলে দেয়। এরপরই A K গোপালন ভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আরও পড়ুন- কংগ্রেসের সমর্থনে রাজ্যসভায় যাবেন সীতারাম? পলিটব্যুরোর বৈঠকেও কাটল না জট
Delhi: Two people raising slogans try to manhandle Sitaram Yechury before his press conference.Yechury unhurt. More details awaited.
— ANI (@ANI_news) June 7, 2017
These attempts to silence us will not succeed. https://t.co/24XCAJEQeF
— Sitaram Yechury (@SitaramYechury) June 7, 2017
Such attacks cannot push back our ideas. https://t.co/CjoJKGpHzJ
— Sitaram Yechury (@SitaramYechury) June 7, 2017