বড়সড় নাশকতার ছক বানচাল, গ্রেটার নয়ডায় পুলিসের জালে ২ বাংলাদেশি
গ্রেটার নয়ডার সুরজপুর থানার একটি জায়গা থেকে মুশারফ ওরফে মুসা ও রুবেল আহমেদ নামে ওই দুইজনকে গ্রেফতার করা হয়
নিজস্ব প্রতিবেদন: স্বাধীনতা দিবসের আগে রাজধানী থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার ২ বাংলাদেশি। উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ পুলিসের যৌথ অভিযানে ওই দুজনকে ধরা হয় গ্রেটার নয়ডা থেকে। সংবাদ সংস্থার খবর অনুযায়ী ওই দুজনকে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ এর সদস্য বলে মনে করা হচ্ছে।
অারও পড়ুন-আশঙ্কাজনক অবস্থায় ২৬/১১-র হামলার রাজসাক্ষী ডেভিড হেডলি
গ্রেটার নয়ডার সুরজপুর থানার একটি জায়গা থেকে মুশারফ ওরফে মুসা ও রুবেল আহমেদ নামে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। জানিয়েছেন থানার এসএসপি অজয়পাল শর্মা। ইউপি এটিএস তাদের দুজনকে জেরা করছে।
আরও পড়ুন-প্যান্ডেল দুর্ঘটনায় দিলীপদেরই দুষল কেন্দ্রীয় বিজেপি
এমনিতেই রাজধানীতে বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠী হামলা চালানোর ছক কষেছে বলে সতর্ক করেছেন গোয়েন্দারা। কিছুদিন আগেই গুড়গাঁও থেকে এক আফগান তরুণকে গ্রেফতার করা হয়। রাজধানীর ব্যস্ত এলাকাতেই হামলার ছক কষা হয়েছে। এটিএসের আশঙ্কা ওই দুই জামাত জঙ্গিও রাজধানীতে বড়সড় হামলার ছক কষেছিল। গোয়েন্দাদের কাছে খবর ছিল বেশ কয়েকজন জেএমবি সদস্য নয়ডার ওই এলাকায় চাঁদা তুলছে। তার পরেই তাদের ধরা হয়।